সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেবেলায় কীভাবে নিজেকে মোটিভেট করতেন? কীভাবে জন্মদিনে পছন্দের জুতো বাবার কাছ থেকে উপহার হিসেবে না পেলেও মন খারাপ করতেন না। আজ জীবনের ৩০টা বছর কাটিয়ে এসে সেসব কথাই প্রাণ খুলে ব্যাখ্যা করলেন বিরাট কোহলি। না, কোনও সাক্ষাৎকারে নয়। একটু অন্যরকমভাবে। ৩১ বছরে পা দেওয়ার দিন ১৫ বছরের চিকুকে আবেগঘন চিঠি লিখে ফিরে গেলেন ফ্ল্যাশব্যাকে।
ছোট থেকেই নিজেকে বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করতেন বিরাট। বিশ্বাস করতেন, স্বপ্ন দেখলে এবং তা পূরণের ইচ্ছা থাকলে তবেই তাকে ছোঁয়া সম্ভব। চিঠিতে কোহলি লিখেছেন, “চলার পথে অনেক চ্যালেঞ্জ আসবে। অনেক বিস্ময়-বাধাকে অতিক্রম করতে হবে। আবার অনেক সুযোগও পাওয়া যাবে। তার সদ্ব্যবহারের জন্য সর্বদা তৈরি থাকতে হবে। কিন্তু প্রথমেই গন্তব্যের কথা চিন্তা না করে সফরটাকে উপভোগ করাটাই হল আসল। একবার ব্যর্থ হলে আবার চেষ্টা করতে হবে। প্রতিজ্ঞা করো, কখনও উন্নতি করার পথ থেকে সরে যাবে না। জীবনের এই সফরে অনেকের ভালবাসা পাবে। আবার অনেকে অপছন্দও করবে। এমনকী যে তোমাকে চেনে না, সেও। সেসব নিয়ে তাই কখনও মাথা ঘামাবে না। শুধু নিজের উপর বিশ্বাস রাখবে। মনে হতে পারে, জন্মদিনে বাবা কেন ওই পছন্দের জুতোটা উপহার দিলেন না। কিন্তু সেটা না ভেবে ভাবো বাবা কীভাবে তোমায় জড়িয়ে ধরেন। কতটা ভালবাসেন। মনে রাখবে, তিনি আসলে তোমার সবচেয়ে ভাল চান। অনেক সময় মনে হবে বাবা-মা তোমায় বোঝেন না। কিন্তু একমাত্র পরিবারই নিঃস্বার্থে ভালবাসে। তাই তাঁদেরও ভালবাসো। বাবাকে বলো তুমিও তাঁকে ভালবাসো। আজ-আগামিকাল-প্রায়ই বলো। পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাও। আর দিনের শেষে নিজের মন যেটা বলে সেটাই করো। মনে রেখো, বড় স্বপ্ন দেখাটাই সবকিছু বদলে দিতে পারে।”
What a blessing to be able to visit such divine places with my soulmate. Also thank you everyone for your kind wishes from the bottom of my heart. 🙏😇❤️
— Virat Kohli (@imVkohli)
১৫ বছরের চিকুকে লেখা চিঠির মধ্যে দিয়েই বিরাট তুলে ধরেছেন নিজের জীবনের প্রায় সমস্ত খুঁটিনাটি। তাঁর ভাল লাগা-মন্দ লাগা, তাঁর স্বপ্ন-আবেগ সবটুকু। লক্ষ্যে স্থির ছিলেন বলেই আজ তিনি বিশ্বখ্যাত হয়ে উঠতে পেরেছেন। দেশবাসীর মনের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছেন। আর এটাই তাঁর সবচেয়ে বড় সাফল্য।
My journey and life’s lessons explained to a 15-year old me. Well, I tried my best writing this down. Do give it a read. 😊
— Virat Kohli (@imVkohli)
আপাতত ক্রিকেট থেকে বিশ্রামে কোহলি। স্পেশ্যাল দিনটা কাটাবেন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গেই। তবে রাত বারোটার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিনোদুনিয়া, ক্রিকেট জগতের তারকারা জন্মদিনের অভিনন্দন জানাচ্ছেন কোহলিকে। বীরেন্দ্র শেহওয়াগ থেকে ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং থেকে অজিঙ্ক রাহানে। প্রত্যেকেই ক্যাপ্টেন কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সকলের কামনা, দেশের জার্সি গায়ে এভাবেই আরও অনেক রেকর্ডের মালিক হয়ে উঠুন তিনি।
Wishing a very happy birthday to . Best wishes and may you have some wonderful years ahead!
— Ajinkya Rahane (@ajinkyarahane88)
Many more happy returns of the day dear . Wishing you a great year full of happiness and sunshine! May you continue to set new benchmarks and experience ever more love and joy
— VVS Laxman (@VVSLaxman281)
May the ball always appear as big as this and may your batting always be like a F5 button, refresh everyone who is blessed to see it. Badalon ki tarah chaaye raho, hamesha khush raho
— Virender Sehwag (@virendersehwag)
বিরাটও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, “ভুটানের মনোরম পরিবেশে অনুষ্কার সঙ্গে সময় কাটানো আশীর্বাদের মতোই। আর জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।” তবে শুধু ভারতীয়রাই নন, প্রিমিয়ার লিগের সাদিও মানে, বার্নান্দো সিলভার মতো ফুটবল তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ককে।
As Captain turns 31, we take a look back at his maiden ODI hundred and where it all started for the Run Machine. 🎂💐💐
— BCCI (@BCCI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.