Advertisement
Advertisement
সৌরভ

বিসিসিআই সভাপতি হিসেবে বাড়তে চলেছে সৌরভের মেয়াদ? জোর জল্পনা ক্রিকেট মহলে

কিন্তু কীভাবে সম্ভব হবে এই প্রক্রিয়া?

Terms of Sourav Ganguly as BCCI president may extend

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 10, 2019 9:53 pm
  • Updated:November 10, 2019 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইতে কি বাড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মসনদে কি দশমাসের বেশি হবে সৌরভ ও তাঁর দলের কাজের সময়সীমা? ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী ন’মাস নয়, আরও তিন বছর সভাপতির পদে থাকতে চলেছেন দাদা!  

Advertisement

আগামী ১ ডিসেম্বর মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে আলোচনা হতে চলেছে। তারপরই পরিষ্কার হয়ে যাবে বোর্ড সভাপতি হিসেবে মহারাজের ভবিষ্যৎ। কিন্তু কীভাবে সম্ভব হবে এই প্রক্রিয়া? নিয়ম অনুযায়ী, দশমাস পরই বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে সৌরভকে। কারণ বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে বসার আগে সিএবির প্রেসিডেন্ট ছিলেন তিনি। আর টানা ছ’বছর প্রশাসনিক পদে থাকলে সেই ব্যক্তিকে কুলিং অফ পিরিয়ডে পাঠানো হয়। সেই সময় ক্রিকেট সংক্রান্ত কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারেন না। তবে বোর্ড সূত্রের খবর, আগামী তিন বছরের জন্য যাতে ভারতের প্রাক্তন অধিনায়ককে বোর্ড প্রেসিডেন্ট পদে বহাল রাখা যায়, তার জন্য সংবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। প্রস্তাবে তিন চতুর্থাংশের সম্মতির পাশাপাশি সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মিললেই মেয়াদ বাড়ার রাস্তা প্রশস্ত হবে সৌরভের। সেক্ষেত্রে তিন বছর সভাপতির পদে দেখা যেতে পারে তাঁকে।

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালিকা! দেশের জার্সিতে শচীনের রেকর্ড ভাঙল ১৫ বছরের শেফালি]

বিসিসিআইয়ের তরফে প্রস্তাব দেওয়া হতে পারে, কুলিং অফ পিরিয়ডের নিয়মে পরিবর্তন আনা হোক। একইভাবে সচিব ও কোষাধ্যক্ষের মেয়াদ বাড়ানোরও প্রস্তাব দেওয়া হবে। এর পাশাপাশি অবসরের বয়স-সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। 

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া ইস্তক একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ। তাঁর জমানাতেই প্রথমবার দিন-রাতের টেস্ট খেলতে চলেছে টিম ইন্ডিয়া। আবার প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতির জন্যও বেশ কিছু পদক্ষেপ করছেন তিনি। তাই অনেকেই চাইছেন, দেশের ক্রিকেটের স্বার্থে প্রশাসনে মেয়াদ বাড়ুক দাদার। এখন অপেক্ষা ১ ডিসেম্বরের বৈঠকের।  

[আরও পড়ুন: গ্লাভস নয়, এবার সেনার বলিদান ব্যাজ লাগানো টি-শার্ট গায়ে টেনিস কোর্টে ধোনি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement