সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। এবার নিয়ে ১০ বার ফাইনালে উঠেছে সিএসকে (CSK)। ধোনির দলের এমন সাফল্যের পরে পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, হর্ষ ভোগলে ইন্টারভিউ নিচ্ছেন ধোনির। সেখানেই সিএসকে অধিনায়ককে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রতিবার প্লে অফে যাওয়ার রহস্য কী? উত্তরে ধোনি রসকিতা করে হর্ষ ভোগলেকে বলছেন, ”যদি সবাইকে সেই রহস্য বলে দিই, তাহলে তো আমাকে আর নিলামে কেউ কিনবেই না।”
পুরনো ভিডিওতে ধোনি যা বলেছিলেন, আজও তা সমান ভাবে সত্যি। ক্রিকেট-কেরিয়ারের শেষ বেলায় এসেও ধোনি আলো জ্বালাচ্ছেন। চেন্নাই সুপার কিংসও ফাইনালে উঠছে। ধোনির মস্তিষ্ক এখনও প্রখর। কম্পিউটারের থেকেও দ্রুতবেগে কাজ করে।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ারে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন ধোনি। ক্রমাগত ফিল্ডিং বদলেছেন। বোলার-ফিল্ডারদের সঙ্গে সবসময়ে কথা বলে গিয়েছেন। তাঁদের পরামর্শ দিয়েছেন। গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ম্যাচ হেরে ধোনির নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ”এমএসের নেতৃত্বের জন্যই ১৭২ রান হয়ে গিয়েছিল ১৯২।”
এরকম চমকপ্রদ নেতৃত্বের পরেও সবার কৌতূহল পরের মরশুমে কি আবার চিপকে দেখা যাবে ধোনিকে? গুজরাটকে মাটি ধরানোর পরে হর্ষ ভোগলে প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলেন ধোনিকে। যার উত্তরে সিএসকে অধিনায়ক বলেন, ”আমি জানি না। সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও আট-ন’ মাস সময় হাতে আছে। ডিসেম্বর নাগাদ ছোট নিলাম হবে। তাই ভবিষ্যৎ নিয়ে এখনই মাথাব্যথা করব কেন?”
Harsha Bhogle: How do you manage to make it to the Playoffs every year?
MS Dhoni: If I tell everyone what it is, they will not buy me in the auction.
This still holds good today!
— (@thegoat_msd_)
পরের মরশুম নয়, আপাতত মেগাফাইনালে আরও একবার ধোনিকে দেখতে চায় গোটা দেশ। তাঁর হাতেই উঠুক ট্রফি। এমন কাউন্টডাউন এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বললে অত্যুক্তি করা হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.