সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের অনূর্ধ্ব ২১ দলের কোচ হলেন থিয়েরি অঁরি (Thierry Henry)। আগামী বছর প্যারিসে হবে অলিম্পিক। সেই অলিম্পিকে ফ্রান্সের অনূর্ধ্ব ২১ দলের রিমোট কন্ট্রোল হাতে থাকবে অঁরির হাতে। বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন অঁরি। ৪৬ বছর বয়সি আর্সেনাল ও ফ্রান্সের প্রাক্তন তারকা সিলভেইন রিপোলকে সরিয়ে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়ন দলের সদস্য অঁরি। প্লেয়ার হিসেবে এই ফরাসি তারকা যে উচ্চতায় পৌঁছেছিলেন, কোচ হিসেবে এখনও তিনি অখ্যাতই বলা যায়।
২০১৮-১৯ মরশুমে মোনাকোর কোচ হিসেবে মাত্র তিন মাস টিকেছিলেন অঁরি। মেজর লিগ সকারে মন্ট্রিয়েল ইমপ্যাক্টের কোচ হিসেবে বছর খানেক ছিলেন তিনি। আর্সেনালের যুবদলের হয়েও কাজ করেছেন অঁরি। বেলজিয়ামের কোচিং স্টাফ হিসেবে দু’বার কাজ করেছেন ফরাসি তারকা।
উল্লেখ্য, ২০১৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছিল বেলজিয়াম। উল্লেখ্য, ফরাসি দলের হয়ে ১২৩টি ম্যাচে ৫১টি গোল করেছেন এই স্ট্রাইকার। সাম্প্রতিক সময়ে টেলিভিশনের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। প্যারিসে হতে চলা অলিম্পিকে ফ্রান্সের জার্সি পরে খেলতে পারেন কিলিয়ান এমবাপে। সেক্ষেত্রে ফরাসি তারকাকে নিয়ে কাজ করতে হবে থিয়েরি অঁরিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.