সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পাওয়ার পর থেকেই গোটা দেশে সাড়া ফেলেছে শচীন তেন্ডুলকরের বায়োপিক ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস৷’ ক্রিকেট ঈশ্বরের হাত ধরে বড়পর্দায় ফিরে এসেছে ক্রিকেটের সুবর্ণ যুগ৷ আট থেকে আশি, আমজনতা থেকে সেলিব্রিটি, সকলের মুখেই ছবির প্রশংসা শোনা যাচ্ছে৷ কিন্তু জানেন কী এই বায়োপিকের জন্য ঠিক কত টাকা নিয়েছেন মাস্টার ব্লাস্টার?
নিজের বায়োপিকের জন্য বেশ মোটা টাকাই নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কানাঘুষো খবর, ধোনির মতো বেশি না হলেও প্রায় ৪০ কোটি টাকা নিয়েছেন শচীন তেন্ডুলকর। সিনেমার প্রযোজনা সূত্রে জানা গিয়েছে, ‘বায়োপিকের জন্য প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি নিয়েছেন শচীন। পুরো ৪০ কোটি টাকা না হলেও ৩৫ থেকে ৩৮ কোটি টাকা নিয়েছেন তিনি।’
পরিচালক জেমস এরস্কিনের ছবিতে লিটল মাস্টারই দর্শকদের সামনে নিজের ব্যক্তিগত এবং দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন৷ ভক্তদের জানিয়েছেন, তাঁর জীবনের নানা সেরা মুহূর্তের কথা৷ বেশ কিছু পুরনো ছবি ও ভিডিও ফুটেজ ছবিতে ব্যবহার করেছেন পরিচালক৷ কোন ঘটনায় হতাশ হয়েছেন, কোন ঘটনা চিরস্মরণীয় হয়ে রয়েছে, সবই ধরা পড়েছে সেখানে৷ বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের মুখ থেকে শোনা গিয়েছে তাঁর প্রশংসা৷ জানা গিয়েছে, স্বামীর ক্রিকেট ঈশ্বর হওয়ার নেপথ্যে স্ত্রী অঞ্জলির আত্মত্যাগের কাহিনিও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু এবং ইংরাজি, এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস৷’ প্রথমদিন থেকেই এই ডকুমেন্ট্রি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে বলে জানিয়েছেন ডিস্ট্রিবিউটররা৷ এই বলিউড বায়োপিক গোটা বিশ্বে মোটা অঙ্কের ব্যবসা করবে বলেই আশা ছবির প্রযোজক রবি ভাগচন্দানির৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.