সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। কোহলির ছটায় ম্লান ইংল্যান্ডের বিশ্বখ্যাত বোলিং অর্ডার। অ্যান্ডারসন, ব্রড, ওকস, স্টোকসদের মতো সুইং বোলাররা অন্য ভারতীয় ব্যাটসম্যানদের ব্যতিব্যস্ত করে দিলেও কোহলির টিকিটি নাড়াতে পারেননি। ইংরেজ বধ্যভূমিতেও সগৌরবে দাপট দেখিয়ে চলেছেন ভারত অধিনায়ক।
Highly likely …
Advertisement— Michael Vaughan (@MichaelVaughan)
ফলস্বরূপ, সিরিজের টপ স্কোরারদের তালিকায় একচ্ছত্রাধিপতি বিরাট। তিন ম্যাচে ইতিমধ্যেই ৪৪০ রান করে ফেলেছেন ভারত অধিনায়ক। প্রথম তিন টেস্টে কোহলির গড় ৭৩.৩৩। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের বেয়ারস্টো অনেকটা পিছিয়ে রয়েছেন ২০৬ রানে। এই সিরিজেই স্টিভ স্মিথকে সরিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিরাট। কোহলির প্রশংসায় যে শুধু ভারতীয়রা সরব হয়েছেন তা নয়, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই ধন্য ধন্য করছেন কোহলিকে। এমনকী ইংল্যান্ডের সংবাদমাধ্যমও ভারত অধিনায়কের প্রশংসা না করে পারছে না। বিরাট-ফোবিয়া রীতিমতো আতঙ্কিত করছে ইংল্যান্ড শিবিরকে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের কথাতেও সেই প্রমাণই মিলল।
আগামী ম্যাচে কি ফের শতরান করতে পারবেন কোহলি? টুইটারে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে প্রশ্ন করেছিলেন এক সমর্থক। প্রশ্নের উত্তরে যা বললেন ভন, তাতে খুশিই হবেন ভারতীয় সমর্থকরা। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক সংক্ষেপে উত্তর দেন, ‘highly likely’। অর্থাৎ, সম্ভাবনা প্রবল। গত টেস্টেই দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট। প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরি হাতছাড়া হয় ৩ রানের জন্য। কার্যত তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়ে দেয় ভারত। সুতরাং প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বিরাট আতঙ্কে ভুগবেন সেটাই হয়তো স্বাভাবিক। আগামী ৩০ আগস্ট থেকে হ্যাম্পশায়ারের এজেস বোল স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। ট্রেন্ট ব্রিজে দুর্দান্ত কামব্যাকের পর হ্যাম্পশায়ারে সমতা ফেরনোর লক্ষ্যে টিম ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.