সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে জিতেছে। কিন্তু দ্বিতীয় টেস্টে হারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারত। এরমধ্যে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিরাটের। এই ঘটনায় বিরাটকে কড়া ভাষায় আক্রমণ করলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, শুধু বিশ্বসেরা ব্যাটসম্যান নন, বিরাট একজন অভদ্র ক্রিকেটার। ওর ঔদ্ধত্য ও খারাপ গুণগুলো ক্রিকেট প্রতিভার সামনে ঢেকে যায়। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নাসিরুদ্দিনকে আক্রমণ করেন বিরাট অনুরাগীরা।
পারথ টেস্টে এদিন ভারত অধিনায়ক বিরাট অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ফিল্ড আম্পায়ার ক্রিস গাফানে গিয়ে পরিস্থিতি সামলান। এই পরিপ্রেক্ষিতে বিরাটকে অভদ্র বলে টুইট করে নাসিরুদ্দিন। কিন্তু বিরাটের অনুরাগীরা নাসিরুদ্দিনের এই মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.