সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিচেল স্টার্কের ওরকম ধেয়ে আসা বলের লাইন থেকে ব্যাট সরাতে না পেরে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি (Virat Kohli)। প্যাভিলিয়নে ফেরার সময়ে কোহলির প্রতিক্রিয়া দেখে বোঝা দিয়েছে তিনি হতাশ। কিছুক্ষণ পরেই ক্যামেরায় ধরা হয় কোহলিকে। তখন দেখা যায় কোহলি খাচ্ছেন। তাঁকে ঘিরে রয়েছেন শুভমান গিল, ঈশান কিষান এবং বিক্রম রাঠোর। এরপরই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে কটাক্ষ করা শুরু হয়। আর সেই সব নিন্দুকদের জবাবও দিলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোহলি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ওভাল টেস্টে কোহলির দিকে তাকিয়েছিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ার বোলারদের (Australian Bowlers) বিষ শুষে নেওয়ার আসল লোক হতে পারতেন তিনি। কিন্তু স্টার্কের হঠাৎ উঠে আসা বল দেশের স্বপ্ন ভেঙে দেয়। কোহলিরও কি স্বপ্ন ভেঙে দিল না? কোহলি যখন ফিরছেন দল তখন বিপন্ন। এই অবস্থায় তাঁকে সতীর্থদের সঙ্গে গল্প করতে করতে খাবার খেতে দেখে দেখে শান্ত থাকতে পারেননি নেটিজেনরা। ফেসবুকে এক নেটিজেন খাবারের প্লেট হাতে কোহলির ছবি পোস্ট করে লিখেছেন, ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে দ্রুত আউট হয়ে যাওয়ার পরে শচীন তেণ্ডুলকর তিন দিন খেতে পারেননি। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আউট হওয়ার পরে কোহলি।
Tendulkar didnt eat for 3 days after he got out early in that 2003 WC final
Meanwhile Kohli after getting out early in
— Roshan Rai (@RoshanKrRaii)
ওভালের তৃতীয় দিনে লড়ছেন রাহানে। প্রবল সমালোচনায় বিদ্ধ কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে মার্ক ম্যানসনের একটি বক্তব্য পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্ক ম্যানসনের মন্তব্যটি হল, আমজনতার মতামত থেকে নিজেকে মুক্ত করতে হলে অপছন্দ করার ক্ষমতাও বিকাশ করা দরকার।
উল্লেখ্য, কোহলি-সহ ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। ভারতকে লড়াইয়ে ফেরাচ্ছেন রাহানে ও শার্দূল ঠাকুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.