ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানোলো মার্কেজের উত্তরসূরি কে, তা এখনও ঠিক হয়নি। দু’দিন আগেই ফেডারেশনের তরফে জানানো হয়েছিল, ভারতীয় দলের পরবর্তী কোচের দৌড়ে রয়েছেন খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন এবং স্তেফান তারকোভিচ। এই তিনজনের মধ্যে একজনকে কোচ হিসাবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। কিন্তু এখন শোনা যাচ্ছে, বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার তথা তাদের প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজ ভারতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন। যদিও ভারতীয় ফুটবল ফেডারেশন সেই আবেদন খারিজ করে দিয়েছে।
জাভির মতো কিংবদন্তি ভারতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন, আর ফেডারেশন তা বাতিল করলই বা কেন? কারণ হিসেবে উঠে আসছে, এআইএফএফ মোটা অঙ্কের বেতন দিতে অপারগ। সেই কারণেই কোচের প্যানেল থেকে জাভিকে বাদ দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় কোচের পদে আবেদন জানিয়েছিলেন স্টিফেন কনস্টানটাইন, ব্ল্যাকবার্ন রোভার্সের প্রাক্তন ম্যানেজার স্টিভ কিন, স্তেফান তারকোভিচ, লিভারপুল তারকা হ্যারি কেওয়েল, কিবু ভিকুনা, ইলকো শ্যাটোরি, খালিদ জামিল, সঞ্জয় সেনের মতো কোচেরা। যদিও এআইএফএফের জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পালের তালিকার নীচে সবুজ মার্ক করে রাখা ছিল জাভি হার্নান্দেজের নাম।
প্রতিবেদন অনুসারে, জাভি তাঁর নিজের ইমেল আইডি থেকে আবেদনটি পাঠিয়েছিলেন। কিন্তু অন্যান্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনের মতো, তার যোগাযোগ নম্বরের জায়গাটি খালি ছিল। সুব্রত পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটা ঠিক যে জাভির নাম সেখানে ছিল। আবেদনটি এআইএফএফ-কে ইমেল করা হয়েছিল।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, তিনি মাঝেমাঝেই ইন্ডিয়ান ফুটবল লিগ দেখেন। কারণ আইএসএলে অনেক স্প্যানিশ কোচ রয়েছেন। সূত্রের খবর, গগনচুম্বী আর্থিক বেতনের কারণে এআইএফএফ পিছিয়ে এসেছে। টেকনিক্যাল কমিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেন, “ধরে নিলাম যে, জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী। তাকে রাজিও করানো গেল। কিন্তু তাঁকে কোচ হিসেবে যুক্ত করতে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হত।” উল্লেখ্য, বার্সার হয়ে ৭৬৭ ম্যাচ খেলা জাভি কোচ হিসেবে স্প্যানিশ ক্লাবকে ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপ এবং ২০২২-২৩ মরশুমে লা লিগা চ্যাম্পিয়ন করিয়েছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.