আরও একটা আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছেন ধোনি। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অম্বাতি রায়ডু (Ambati Rayudu) অবসর নিয়েছেন। তাঁর জায়গাটা ফাঁকাই রয়েছে চেন্নাই সুপার কিংসে (CSK)। সেই জায়গায় কি দেখা যাবে এক অভিনেতাকে? এ পর্যন্ত পড়ে অবাক হতেই পারেন অনেকে।
ধোনি এন্টারটেনমেন্টস-এর প্রথম ছবি ‘লেটস গেট ম্যারেড’-এর ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে ধোনিকে এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অভিনেতা যোগী বাবু। চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ধোনি (MS Dhoni) অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন। ভুবনজয়ী অধিনায়কের জবাব নিয়ে প্রবল চর্চা হয়।
যোগীর প্রশ্নের উত্তরে কী বলেছিলেন ধোনি? ক্যাপ্টেন কুল বলেন, ”রায়ডু অবসর নিয়েছে। সিএসকে-তে তোমার জন্য জায়গা ফাঁকাই রয়েছে। কিন্তু ফিল্ম নিয়ে তুমি খুব ব্যস্ত থাকো। তবুও আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো। তবে তোমাকে ধারাবাহিকতা দেখাতে হবে। খুব জোরে বল আসবে। তোমাকে চোটগ্রস্ত করার চেষ্টা করবে ওরা।”
আইপিএল ফাইনালের বল গড়ানোর আগেই রায়ডু জানিয়ে দেন, সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন। নতুন মরশুমের আইপিএলে রায়ডুর জায়গায় কাকে খেলানো হবে, তা দেখার অপেক্ষায় সবাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.