সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবি ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) কাছে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa) হার মানার পরে ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল টুইট করলেন, ”হোল্ড ইওর হেড হাই প্রজ্ঞানন্দ।”
চাহাল নিজেও ছেলেবেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দাবায়। ফলে প্রজ্ঞার জন্য ভারতীয় লেগ স্পিনারের টুইট উল্লেখযোগ্য। চাহালের প্রথম প্রেম দাবা। একসময়ে ভারতের স্পিনার বলেও ফেলেছিলেন, দাবা ধৈর্য বাড়িয়ে দেয় অনেক। প্রজ্ঞানন্দও ধৈর্যেরই পরিচয় দেন বিশ্বকাপ ফাইনালে। ফাইনালকে প্রলম্বিত করেন ভারতের তরুণ তুর্কি।
Hold your head high Praggnanandhaa. The whole nation is proud of you 🇮🇳🫡
— Yuzvendra Chahal (@yuzi_chahal)
প্রথম দুটো ক্ল্যাসিক্যাল রাউন্ড ড্র করেন প্রজ্ঞা। তার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম টাইব্রেকার জিতে নেন কার্লসেন। প্রত্যাবর্তনের লড়াই জিততেই হতো ভারতের প্রজ্ঞাকে। কিন্তু প্রথম টাইব্রেকার হেরে যাওয়ায় টাইব্রেকারের দ্বিতীয় ম্যাচে প্রবল চাপে পড়ে যান প্রজ্ঞানন্দ। ম্যাচ হারলেও গোটা দেশের হৃদয় জিতে নেন আঠেরোর প্রজ্ঞা। চাহাল লিখেছেন, ”গোটা দেশ তোমার জন্য আজ গর্বিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.