সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচিতে তীব্র চাঞ্চল্য। শহরের এক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, অনলাইনে ছাত্রীদের সঙ্গে অশ্লীল কথোপকথন চালাতেন তিনি। ভিডিও কলে ছাত্রীদের পোশাক খুলতে চাপা দিতেন। এমনকী তাদের হোটেলে দেখা করতেও বলেন! শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন কমপক্ষে ১৫ জন ছাত্রী। সোশাল মিডিয়ায় এই অভিযোগ ভাইরাল হতেই নড়চড়ে বসে পুলিশ প্রশাসন। যদিও তদন্ত শুরু হতেই খোঁজ মিলছে না অভিযুক্ত শিক্ষকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অভিষেক কুমার। তিনি শ্রদ্ধানন্দ বাল বিদ্যালয়ে শিক্ষক। তাঁর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের আগেও ছিল। তবে সম্প্রতি বিষয়টি সমাজমাধ্যমে ভাইরাল হয়। যে ১৫ জন ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
এনেছেন তাদের মধ্যে একজন স্কুলে যাওয়া বন্ধ করে দেন। সমাজমাধ্যমে বিষয়টি জানিয়ে ট্যাগ করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং রাঁচি পুলিশের ডেপুটি কমিশনারকে।
এরপরেই ব্যবস্থা নেয় পুলিশ। রাঁচি পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজন্ত্রি বলেন, “উচ্চপদস্থ পুলিশকর্তাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাও নেওয়া হয়েছে।” অন্যদিকে জেলার শিক্ষা বিভাগ একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি জেলার শিক্ষা অধিকর্তা বাদল রাজ শ্রদ্ধানন্দ বাল বিদ্যালয়ে নিজে যান। প্রিন্সিপাল এবং অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্দেশ দিয়েছেন, যতদিন তদন্ত হচ্ছে, ততদিন স্কুলের শিক্ষক-সহ কোনও কর্মী ছুটি নিতে পারবেন না।
এদিকে তদন্ত শুরু হতেই অভিযুক্ত শিক্ষক অভিষেক কুমারের খোঁজ মিলছে না। তাঁর মোবাইল ফোনও সুইচড অফ। ফলে যোগাযোগ করা যাচ্ছে না। তাকে হেফাজতে নিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.