সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। ঝলসে গেল একাধিক যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমীর থাইয়াট এলাকায়।
রাজস্থানের জয়সলমীরের থাইয়াতের সামরিক ঘাঁটির সামনে দিয়ে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। সেই সময় আচমকা বাসটি আগুন ধরে যায়। যাত্রীদের চিৎকার শুনে বাসটি থামিয়ে দেন চালক। হুড়োহুড়ি বেধে যায় যাত্রীদের মধ্যে। জানলা ভেঙে অনেকে বেরিয়ে আসেন। ঝলসে গিয়েছেন অনেকে। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশাঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন সেনার সদস্যরা। উদ্ধারকার্যে হাত লাগান তাঁরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ব্যবস্থা করেন সেনারা। খবর যায় দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকলের কর্মীরা। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তাৎক্ষণিক পদক্ষেপ করা হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় শ্রী জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অনেকে। জেলা কালেক্টর প্রতাপ সিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন। তবে কী কারণে বাসে আগুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.