Advertisement
Advertisement

Breaking News

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন দেখা যায় জাকির নায়েকের চ্যানেল?

এক যুগ আগে নিষিদ্ধ হলে বাড়ির ড্রয়িং রুমে বসে দিব্যি দেখা যায় পিস টিভি!

Despite ban, why you can still watch Zakir Naik on TV
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 1:09 pm
  • Updated:September 8, 2023 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত এক যুগ আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ বলে ঘোষণা করে৷ কিন্তু এ দেশের বহু মানুষের ড্রয়িং রুমে এখনও পিস টিভির সম্প্রচার অব্যাহত রয়েছে৷ কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন পিস টিভি ‘ব্যান’ করা যায়নি জানেন?

()

এর জন্য দায়ী কয়েকজন স্বার্থলোভী কয়েকজন কেবল অপারেটর৷ কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও পিস টিভি, হাম টিভি, কিউ টিভি, মাদানি চ্যানেলের মতো ‘নিষিদ্ধ’ চ্যানেল দেখানো বন্ধ করেননি তাঁরা৷ মুম্বই কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের মুখ্য পরামর্শদাতা বিনয় প্যাটেল বলছেন, “বারবার বারণ করা সত্ত্বেও আমাদের সংগঠনের কয়েকজন সদস্য ওই চ্যানেলগুলি দেখানো বন্ধ করেননি৷” যারা ওই চ্যানেলগুলি দেখাচ্ছেন, সেই কেবল অপারেটররা আবার পাল্টা জানিয়েছেন, দর্শকদের প্রবল চাহিদার জন্যই তাঁরা চ্যানেলগুলি ‘অফ এয়ার’ করতে পারেননি৷

মুম্বই প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “নিয়্ম ভেঙে ওই চ্যনেলগুলি সম্প্রচারের দাবি জানাচ্ছেন কারা? কোনও নির্দিষ্ট ধর্মালম্বীর মানুষ? পুলিশ এবার সেটা খতিয়ে দেখবে৷” তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের ওয়েবসাইটে জেলাওয়াড়ি নোডাল অফিসারদের নাম ও মোবাইল নম্বরের তালিকা প্রকাশ করেছে৷ দর্শকদের আবেদন জানানো হবে, কোনও কেবল অপারেটর নিয়ম অমান্য করে নিষিদ্ধ চ্যানেলগুলি দেখালে ফোন তুলুন ও অভিযোগ জানান৷ দিল্লির কেবল অপারেটরস ফেডারেশনের প্রেসিডেন্ট রূপ শর্মা জানিয়েছেন, “এরকম কোনও চ্যানেলের সম্প্রচার করাই উচিত নয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে৷” যদিও মুসলিম যুবকদের একাংশের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, চ্যানেল বন্ধ করলেই যে জাকিরের প্রচার রোখা যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই৷ ইন্টারনেটে, ইউটিউবে জাকির নায়েকের বহু ভিডিও ক্লিপিংস ছড়িয়ে রয়েছে৷ খুব সহজেই সেগুলি দেখা যায় ও ডাউনলোড করা যায়৷ কেন্দ্রের উচিত জাকিরের চ্যানেলের সম্প্রচার বন্ধ করার পাশাপাশি ইন্টারনেট থেকেও ক্লিপিংসগুলি মুছে ফেলা৷

()

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement