প্রতীকী ছবি
অর্ণব আইচ: ট্রেনেই পরিচয়। নিজেকে ব্যাঙ্ককর্তা বলে পরিচয় দিয়ে তরুণীকে চাকরির টোপ! শেষে ওই তরুণীকে ফাঁদে ফেলে তাঁর এটিএম কার্ড ও ল্যাপটপ হাতিয়ে উধাও প্রতারক। শেষ পর্যন্ত তরুণীর নাম করে ওই ব্যক্তি ব্যাঙ্কে একাধিক ঋণের আবেদন জানায় বলে অভিযোগ। এবার ওই ব্যক্তির বিরুদ্ধেই দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
পুলিশ জানিয়েছে, তরুণী ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের বাসিন্দা। কিছুদিন আগেই তিনি ধৌলি এক্সপ্রেসে করে ওড়িশার জলেশ্বর থেকে হাওড়ার সাঁতরাগাছির দিকে আসছিলেন। ট্রেনেই এক সহযাত্রীর সঙ্গে পরিচয় হয়। সে নিজের নাম বলে অভিজিৎ সাহা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পদস্থ কর্তা বলে দাবি করে সে। ওই ব্যক্তি এমনও দাবি করে যে, সে চাকরি দিতে পারে। ওই ব্যাঙ্কের লেটারহেডে সে বেশ কয়েকটি জাল নিয়োগপত্রও দেখায়। সে ওই তরুণীকেও ব্যাঙ্কে একটি চাকরির ব্যবস্থা করে দেবে বলে জানায়। ইন্টারভিউয়ের আগে তাঁর কাছ থেকে ওই ব্যক্তি আধার কার্ড, জন্মের শংসাপত্র, ভোটার কার্ড, মার্ক শিট নিয়ে নেয়। ওই ভুয়ো ইন্টারভিউয়ের আগেই ওই ব্যক্তি তরুণীকে বলে, তার বাবা মুকুন্দপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজ করছে না।
ওই ব্যক্তির কথা শুনে তরুণী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ওই ব্যক্তিকে দেন। নিজেকে বিশ্বাসযোগ্য করতে প্রথমে ওই অ্যাকাউন্টে ব্যক্তিটি ১৮ হাজার টাকা জমা করেন। এর পর ন’হাজার টাকা সে তরুণীর কাছ থেকে ই ওয়ালেটে নেয়। বাকি দশ হাজার টাকা তোলার জন্য সে তাঁর এটিএম কার্ডটি নিয়ে নেয়। একই সঙ্গে সে তরুণীর ল্যাপটপটিও নিয়ে নেয়। এরপর থেকে ওই তরুণীর সঙ্গে সবরকমের যোগাযোগ বন্ধ করে দেয় বলে অভিযোগ। মোবাইল ফোনও বন্ধ করে রাখে। শেষ পর্যন্ত ওই নথিগুলি ব্যবহার করেই সে ব্যাঙ্ক থেকে একাধিক ঋণের জন্য আবেদন করে। এর পরই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। একাধিক জায়গার সিসিটিভির ফুটেজ ও মোবাইলের সূত্র ধরে ওই ভুয়া ব্যাঙ্ককর্তার সন্ধান পাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.