Advertisement
Advertisement
Natasa Stankovic

হার্দিকের সংসার ছেড়ে মহানন্দে নাতাশা, সার্বিয়ায় ছেলের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন?

হার্দিকের সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা।

Here is how Natasa Stankovic spending with Agastya after separation with Hardik Pandya
Published by: Suparna Majumder
  • Posted:July 23, 2024 2:12 pm
  • Updated:July 23, 2024 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক-নাতাশার বিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল। জল্পনায় সিলমোহর পড়ে দিন চারেক আগে গত ১৮ জুলাই। সেদিনই যৌথ বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। হার্দিকের সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান। সেখানে বেশ ভালোই সময় কাটছে তাঁর। ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে।

Advertisement

Natasha-insta-post

একাধিক ছবি ইনস্টা স্টোরি হিসেবে শেয়ার করেছেন নাতাশা। কোনও অ্যামিউজমেন্ট পার্কে অগস্ত্যকে নিয়ে গিয়েছিলেন তিনি। মা ও ছেলে মিলে দিনভর চুটিয়ে মজা করেছেন। ছেলের সঙ্গে শেয়ার করে একটি ছবিতে নাতাশা লিখেছেন, “মনটা খুশিতে ভরে গিয়েছে।”

[আরও পড়ুন: পরিচালক রাহুলের কর্মবিরতির নির্দেশে ক্ষুব্ধ রাজ! প্রসেনজিৎ কী বলছেন?]

ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘পাণ্ডিয়া’ পদবি সরিয়েছিলেন নাতাশা। হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিটও করে দেন তিনি। এতেই নতাশা ও হার্দিকের বিচ্ছেদের জল্পনা জোরদার হয়। বিষয়টি নিয়ে প্রথমে কিছু না বললেও ১৮ তারিখের যৌথ বিবৃতিতে হার্দিক-নাতাশার পক্ষ থেকে লেখা হয়, “চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এই সিদ্ধান্ত নেওয়া যে অত্যন্ত কঠিন ছিল তাও দাবি করা হয় এই পোস্টে। হার্দিক-নাতাশা জানান, পারস্পরিক সম্মান বজায় রেখেই তাঁরা আলাদা হয়েছেন। যৌথভাবে ছেলে অগস্ত্যর দায়িত্ব পালন করবেন। এদিকে নাতাশার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই হার্দিকের সঙ্গে জড়িয়ে গিয়েছে অনন্যা পাণ্ডের নাম। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনকে ছন্দ মিলিয়ে নাচতে দেখা গিয়েছে। সোশাল মিডিয়াতেও একে অপরকে ফলো করতে শুরু করেছেন। দুজনের নতুন প্রেমের জল্পনা তুঙ্গে।

[আরও পড়ুন: ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement