Advertisement
Advertisement
Government advertisements

পুরসভার নয়া নীতি, সরকারি সব বিজ্ঞাপনের আয়ের ভাগ নেবে পুরসভা

কলকাতার নয়া বিজ্ঞাপন নীতিতে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি শহরের সৌন্দর্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

Municipality's new policy: Municipality will share revenue from all government advertisements
Published by: Subhankar Patra
  • Posted:July 24, 2025 1:59 pm
  • Updated:July 31, 2025 7:38 pm  

স্টাফ রিপোর্টার: মহানগরে কেন্দ্রীয় সরকারের যেসব বিজ্ঞাপনের বিলবোর্ড বা হোর্ডিং দেওয়া হবে তার অর্জিত আয়ের ৫০ ভাগ এবার থেকে কলকাতা পুরসভাকে দিতে হবে। শুধু তাই নয়, রাজ্য সরকারের বিজ্ঞাপন বোর্ডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। উল্লেখ্য, আগে এই আয়ের পুরোটাই কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যেত। তা আর হবে না।

Advertisement

পুরসভার নতুন বিজ্ঞাপন নীতিতে কেন্দ্র ও রাজ্যের আয়ের ভাগ নিয়ে এমনই সিদ্ধান্ত হয়েছে। পুরসভার নয়া এই বিজ্ঞাপন নীতি ইতিমধ্যে বিধানসভা হয়ে রাজ্য সরকারের অনুমোদন পেয়েছে। অ্যাজেন্ডায় না থাকলেও নতুন বিজ্ঞাপন নীতির গুরুত্বপূর্ণ দিকগুলি মেয়র পারিষদ বৈঠকে আলোচিত হয়। দুর্গাপুজোর কতদিন আগে থেকে কমিটিগুলি কলকাতায় হোর্ডিং লাগাতে পারবে? এবং কোন কোন রাস্তা হোর্ডিংমুক্ত থাকবে? তা বৈঠকের পর বুধবার নয়া বিজ্ঞাপন নীতির কথা স্পষ্ট করেছেন বিভাগীয় মেয়র পারিষদ দেবাশিস কুমার।

কলকাতার নয়া বিজ্ঞাপন নীতিতে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি শহরের সৌন্দর্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধুমাত্র এলইডি এবং হোর্ডিং ব্যবহার করা যাবে। এক পুরকর্তার কথায়, “আগে রেল, মেট্রো রেল, জাহাজ ও কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক পুরসভার রাস্তায় বিজ্ঞাপন দিত। এক নয়া পয়সাও পুরসভার কোষাগারে জমা পড়ত না। এখন সেই পুরনো নিয়ম বাতিল।” পুরসভাকে আর্থিকভাবে স্বনির্ভর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেবাশিস কুমার।

এছাড়াও, প্রথম ধাপে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি বিজ্ঞাপনমুক্ত করা হবে। হেরিটেজ বিল্ডিং ও মহাকরণ-বিবাদীবাগ এবং ধর্মতলা চত্বরও বিজ্ঞাপনমুক্ত এলাকা করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। রাস্তার ল্যাম্প পোস্ট বা ট্রাফিক সিগন্যালে বিজ্ঞাপন বেআইনি। সরকারি ভবনে কোনও ধরনের প্রচার বা সরকারি-বেসরকারি বিজ্ঞাপন যাবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement