সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমায় ভাগ্য পরীক্ষা করেছিলেন। ‘চ্যালেঞ্জ’টা ভালই নিয়েছিলেন। দেব-হিরণদের পাশে জায়গাও পেয়ে গিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই ফের মুম্বই পাড়ি দেন। সেখানে মহাদেবের পার্বতী হয়ে ওঠেন। হিন্দি টেলিভিশনে এখন তেমনভাবে দেখা না গেলেও বোকাবাক্সের জগতে বেশ পরিচিত নাম পূজা বন্দ্যোপাধ্যায়। তবে যে পূজাকে পর্দায় ‘সংস্কারি’ অবতারে দেখতে অভ্যস্ত দর্শকরা, সেই পূজা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ বোল্ড অবতারে ধরা দিলেন।
Advertisement
[প্রেমের মরশুমে স্বল্প মেকআপেই কীভাবে মোহময়ী হয়ে উঠবেন, জানালেন নুসরত]
টেলিভিশনের শুরুটা ‘কাহানি হামারে মহব্বত কি’ দিয়ে করেছিলেন পূজা। তবে তাঁকে পরিচিতি দেয় স্টার প্লাসের ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’র বৃন্দার চরিত্র। যেখানে তাঁর বিপরীতে ছিলেন টেলিভিশন হাঙ্ক কুণাল বর্মা। সম্প্রতি কুণালের সঙ্গে বাকদানপর্বটি সেরেছেন অভিনেত্রী।
[যৌন হেনস্তা করেছিলেন জিতেন্দ্র, বিস্ফোরক অভিযোগ অভিনেতার ভাইঝির]
এরপরই তাইল্যান্ডে ছুটি কাটাতে দেখা গিয়েছে পূজাকে। এমনিতেই সৈকত বেশ পছন্দ নায়িকার। অবসর সময় সেখানে কাটাতেই পছন্দ করেন। তাইল্যান্ডেও ক’টা দিন বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে বেশ কাটালেন। সেই ভাললাগাই ফুটে উঠেছে এই ছবিগুলিতে।
পূজার এই নয়া অবতার বেশ পছন্দ হয়েছে নেটদুনিয়ার বাসিন্দাদের। অনেকেই নায়িকার সৌন্দর্যের প্রশংসা করেছেন। নায়িকা যেভাবে বিকিনির মতো পোশাক ক্যারি করেছেন, তারও তারিফ করেছেন অনেকে।
[চলতি বছরেই বিয়েটা সেরে ফেলছেন দীপিকা-রণবীর!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.