Advertisement
Advertisement

অপ্রাপ্তবয়স্কদের তামাকজাত দ্রব্য বিক্রি নয়, করলেই কড়া সাজা

ধরা পড়লে ৭ বছর পর্যন্ত জেল এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। ফরমান রাজস্থান সরকারের।

Punishment for selling Tobacco to Minors in Rajasthan 7 years in Jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 8:55 pm
  • Updated:October 13, 2016 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রাপ্তবয়স্কদের তামাকজাত দ্রব্য বিক্রি করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বেন রাজস্থানের ব্যবসায়ীরা। ধরা পড়লে ৭ বছর পর্যন্ত জেল তো হতেই পারে, দিতে হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

Advertisement

জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ১০৭ (১) ধারায় আগেই থেকেই এই নিয়ম বর্তমান ছিল। তবে এতদিন এই নিয়ম নিয়ে ততটা মাথা ঘামাত না রাজস্থান প্রশাসন। বড় জোর ধরা পড়লে ২০০ টাকা ফাইন দিয়ে ছেড়ে দেওয়া হত। কিন্তু, WHO-এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে সারা বিশ্বের ১২ শতাংশ ধূমপানকারী মানুষ ভারতেই বাস করেন। প্রতিবছর দেশের নয় লক্ষ মানুষ অতিরিক্ত ধূমপানের কারণেই মারা যান।

এই তথ্য সামনে আসতেই নড়চড়ে বসেছে রাজস্থান প্রশাসন। এবার থেকে প্রতি থানায় একজন করে পুলিশকর্মী সম্পূর্ণভাবে এই কাজের জন্যই নিযুক্ত থাকবেন। স্কুল এবং কলেজের ১০০ মিটারের মধ্যে কোনও তামাকজাত দ্রব্যের বিপণি থাকলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement