Advertisement
Advertisement
Srijit Mukherji

দেবের ‘টেক্কা’র পর ফেলুদায় হাত সৃজিতের, কাশ্মীরে কবে থেকে শুটিং ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের ?

মার্চ থেকেই নাকি শুটিং শুরু করবেন সৃজিত।

Srijit Mukherji now planning to make once more feluda| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 19, 2024 10:33 am
  • Updated:January 19, 2024 4:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল আসতেই বাঙালির মন করে ওঠে ফেলুদা, ফেলুদা। গায়ে নরম রোদ মেখে সত্যজিৎ রায়ের প্রদোষচন্দ্র মিত্রর হাত ধরে নস্ট্যালজিক হতে মন চায় সবার। তবে দ্রুত জীবনে বই এখন খুব কম হাতেই ঘোরে। বরং মুঠো ফোনেই দিনযাপন। আর তাই তো সেই মুঠো ফোনেই ফেলুদাকে এনে চমক দিয়েছিলেন পরিচালক সৃজিত। শোনা যাচ্ছে, পরিচালক নাকি ফের কোমর বেঁধে নেমে পড়েছেন ফেলুদার নতুন গল্প বলতে। এবার ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’গল্প নিয়েই সিরিজ বানাবেন সৃজিত।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দির ঘিরে নবরূপে অযোধ্যা, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নীতি যোগী সরকারের]

ফেলুদার গোয়েন্দাগিরি শিরোনামে ইতিমধ্য়েই সৃজিত বানিয়ে ফেলেছেন দুটো সিজন। যার মধ্যে মুক্তি পেয়েছে ‘ছিন্নমস্তার অভিশাপ’। তবে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর নতুন আরেক ওটিটির সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘দার্জিলিং জমজমাট’। আর এবার ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।

টলিপাড়ার সূত্র বলছে, আগামী মার্চ থেকেই নাকি শুটিং শুরু করবেন সৃজিত। তার মাঝেই সৃজিত কাজ সারবেন দেব, রুক্মিণী ও স্বস্তিকাকে নিয়ে ‘টেক্কা’ ছবির। নতুন বছরে সৃজিত যে দারুণ ব্যস্ত তার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে।

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ