Advertisement
Advertisement
H-1B

ট্রাম্পের ‘আগুন দেওয়ালে’ চুরমার ভারতীয়দের ‘মার্কিন স্বপ্ন’! H1B ভিসার দাম বেড়ে ৮৮ লক্ষ

এই ভিসা পেতে এতদিন লাগত মাত্র ১৮ হাজার টাকা।

Trump signs order imposing $100,000 annual fee for H-1B visa applications
Published by: Biswadip Dey
  • Posted:September 20, 2025 9:31 am
  • Updated:September 20, 2025 9:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রোজেক্ট ফায়ার ওয়াল। মার্কিন শ্রম দপ্তরের অমোঘ হাতিয়ার। নিশানায় অভিবাসীরা! বা বলতে গেলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরতরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সাজুয্য রেখে মার্কিন নাগরিকদের অন্ন বাঁচাতেই নাকি এই পদক্ষেফ। এই প্রেক্ষাপটে শুক্রবার একধাক্কায় H1B ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিলেন ট্রাম্প। এক আদেশনামায় ভারতীয়দের ‘মার্কিন স্বপ্নে’ বিরাট আঘাত হানলেন তিনি।

Advertisement

এর ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয়র আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্নে বড়সড় ধাক্কা খেলেন বলেই মনে করা হচ্ছে। এখন ওই ভিসা পেতে খরচ পড়ে ২১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৮ হাজার ৯৩৯ টাকা। পরিবর্ধিত ফি হবে ১ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ এবার ওই ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে ৮৮ লক্ষ ১১ হাজার টাকা!

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, ”এক লক্ষ ডলার লাগবে এক বছরের এইচ-ওয়ানবি ভিসা পেতে গেলে। সমস্ত বড় সংস্থাই বোর্ডে রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে নিয়েছি।” সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, মার্কিন স্নাতকদের অগ্রাধিকার দিতেই এই পরিকল্পনা। তাঁর কথায়, ”কাউকে প্রশিক্ষণ দিতেই যদি হয়, তাহলে আমাদের মহান বিশ্ববিদ্যালয়গুলি থেকে সদ্য স্নাতকদের মধ্যে থেকেই বেছে নেওয়া হোক। আমেরিকানদের প্রশিক্ষণ দিন। বাইরে থেকে আমাদের চাকরি খেতে লোক আনা বন্ধ করা হোক। প্রযুক্তি ক্ষেত্রও আমাদের এই পরিবর্তনকে সমর্থন করেছে। এই নতুন ভিসা ফি নিয়ে তারা দারুণ খুশি।” যদিও এখনও পর্যন্ত আমাজন, অ্যাপল, গুগল, মেটার মতো শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির কেউই প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্যই করেননি।

উল্লেখ্য, আমেরিকায় গিয়ে কাজ করার দিক দিয়ে বিচার করলে এই বিশেষ শ্রেণির ভিসাটি ভারতীয়দের মধ্যে খুবই জনপ্রিয়। এইচ- ওয়ানবি ভিসা-র নিয়ম মেনেই বহু বছর ধরে আমেরিকার নামী সংস্থাগুলি বহু বছর ধরে বিদেশি নাগরিক তথা দক্ষ শ্রমিক ও প্রযুক্তিবিদদের নিজেদের দেশে নিয়ে এসে নানা প্রোজেক্টের কাজ করেছে। কিন্তু সেই পেশাদারি ভিসার খরচ এভাবে অনেকখানি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় মার্কিন সংস্থাগুলির পাশাপাশি আমেরিকায় কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের কপালে ভাঁজ পড়বে তা বলাই যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ