Advertisement
Advertisement

কাশ্মীরে ফের নাশকতার হুমকি লস্কর প্রধান হাফিজের

কাশ্মীরে নাশকতা ও হিংসাত্মক ঘটনা আরও বাড়বে বলে হুমকি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদ৷

Violence in Kashmir will escalate, warns LeT terrorist Hafiz Saeed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 11:44 am
  • Updated:July 15, 2016 11:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে নাশকতা ও হিংসাত্মক ঘটনা আরও বাড়বে বলে হুমকি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদ৷ হাফিজের বক্তব্য, “দীর্ঘ দিনের বকেয়া কাশ্মীর সমস্যা মেটাতে ওয়াশিংটনকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে৷ নওয়াজ শরিফ সরকার যদি এ ব্যাপারে আমেরিকাকে বোঝাতে না পারে তা হলে আমরা পাকিস্তান জুড়ে বিক্ষোভ জানাব৷ সেক্ষেত্রে আমেরিকারে সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক পাকিস্তান সরকার৷”

Advertisement

অন্যদিকে সীমান্ত পারের দুই জঙ্গির রেডিও কথোপকথন ‘ডিকোড’ করে দিল্লির গোয়েন্দা জানতে পেরেছেন যে, কাশ্মীরে ফের বড় ধরনের জঙ্গি হামলার ছক কষছে হিজবুল মুজাহিদিন এবং পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা৷ ২০০৮ সালে মুম্বই হামলার প্রেক্ষিতে আমেরিকা হাফিজ সঈদের মাথার জন্য এক কোটি ডলার ঘোষণা করেছে৷ ২০১৫-য় পাকিস্তানও লস্করকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে৷ ভারতের তরফেও একাধিকবার হাফিজকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে৷ কিন্তু গ্রেফতার করা তো দূর অস্ত, হাফিজ নিরাপদেই পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে৷ এমনকী, প্ররোচনামূলক বক্তৃতাও দিয়ে চলেছে৷ এদিকে কাশ্মীরে যখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তখন আইবি বা গোয়েন্দা বিভাগ এক সতর্কবার্তায় জানিয়েছে, ভূস্বর্গে বড়সড় জঙ্গি হামলার ছক কষছে হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবা৷

হিজবুল নেতা বুরহান ওয়ানির মৃত্যুর ছয়দিন পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরে৷ বৃহস্পতিবার নতুন করে কোথাও কোনও অশান্তির খবর মেলেনি৷ যদিও গোটা রাজ্যেই একটা চাপা উত্তেজনা রয়েছে৷ ভূস্বর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৷ কাশ্মীরে নজরদারির কাজে দক্ষতা বাড়াতে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করছে রাজ্য পুলিশ৷ রাজধানী শ্রীনগরের গুরুত্বপূর্ণ এলাকা লালচকে এদিন নজরদারির কাজে চালকহীন দূর নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করা হয়৷ পুলওয়ামা জেলায় শুক্রবারও কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement