সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। জানা গিয়েছিল, ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। দিল্লিতে রাজ্য সরকারের গেস্ট হাউসেই চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু জ্বর কিছুতেই কমছে না। সেই কারণে সোমবার ধনকড়কে ভরতি করা হল দিল্লির এইএমসে।
West Bengal Governor Jagdeep Dhankhar admitted in All India Institute of Medical Science, Delhi after testing positive for malaria.
(File photo)
— ANI (@ANI)
পুজোর সময় সপরিবারে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল (West Bengal Governor) ধনকড়। সপ্তমীর দিন সকালেই কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দেন রাজ্যপাল। দিন দশেক উত্তরবঙ্গে ছুটির মেজাজেই ছিলেন তিনি। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং (Darjeeling) থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে পৌছে মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি।
দিন কয়েক আগে বাগডোগরা বিমানবন্দর থেকেই সরাসরি দিল্লি চলে যান সস্ত্রীক ধনকড়। দিল্লিতে উড়ে যাওয়ার সময় সুস্থই ছিলেন রাজ্যপাল। তবে সেখানে পৌঁছনোর পরই অসুস্থ বোধ করেন রাজ্যপাল। শুক্রবার হঠাৎ করে জ্বর আসে তাঁর। শনিবার তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সূত্রের খবর, রাজ্যপালের রক্তের নমুনায় ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। তাঁর অবস্থা স্থিতিশীল হওয়ায় গত কয়েকদিন দিল্লিতে রাজ্য সরকারের গেস্ট হাউজেই চিকিৎসা চলছিল তাঁর। সংবাদ সংস্থা সূত্রে খবর, কয়েকদিন চিকিৎসা চললেও কমছে না জ্বর। সেই কারণেই সোমবার রাজ্যপালকে ভরতি করা হল হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.