Advertisement
Advertisement
Yogi Adityanath

‘আই লাভ মহম্মদ’ প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, ‘ষড়যন্ত্র’ ভেস্তে দিতে কড়া পদক্ষেপ যোগীর

প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Yogi Adityanath directs to take strict action against conspirators

ফাইল ছবি

Published by: Hemant Maithil
  • Posted:September 27, 2025 1:54 pm
  • Updated:September 27, 2025 1:54 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: নবরাত্রির শুরুতেই আশান্তি রোধে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের অভ্যন্তরে যারাই অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে, এডিজি, ইন্সপেক্টর জেনারেল (আইজি), বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলার পুলিশ প্রধানদের সঙ্গে আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ‘আপত্তিকর জনসভা’ এবং ‘মিছিলে’র আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়েছে। যোগীর দাবি, এই ধরনের ঘটনা আসলে রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সরকার এই ধরণের কোনও অশান্তি সহ্য করবে না বলেও জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশে সাম্প্রতিক অতীতে ‘আই লাভ মহম্মদ’ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে। সেই নিয়ে শুরু হয় প্রবল চাপানউতোর। কানপুর, বারেলি, সম্ভল, আগ্রার মত জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়। যোগী জানিয়েছেন, এই মিছিলে জড়িত একজনকেও রেহাই দেওয়া উচিত নয়। ভিডিও ফুটেজ এবং সোশাল মিডিয়া ফুটেজ দেখে খুঁজে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে এই মিছিল কারা সংগঠিত করেছে এবং এর পিছনে মূল চক্রিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।

যোগী জানিয়েছেন, দুষ্কৃতিদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে। পাশপাশি, গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠানে ছদ্মবেশে দুষ্কৃতিদের প্রবেশ প্রসঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ