Advertisement
Advertisement
America

আমেরিকার চার্চে বন্দুকবাজের হামলায় মৃত ১, আহত ৯, ‘খ্রিস্টানরা টার্গেট’, মন্তব্য ট্রাম্পের

শনিবারই নর্থ ক্যারোলিনার রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় ৩ জনের মৃত্যু হয়েছিল।

1 dead, 9 injured in USA church firing incident and Trump calls it 'attack on Christians'
Published by: Kishore Ghosh
  • Posted:September 29, 2025 12:18 am
  • Updated:September 29, 2025 12:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলা থেকে নিস্তার নেই আমেরিকার। পোর্টল্যান্ডে অভিবাসন দপ্তরের পর শনিবার নর্থ ক্যারোলিনার একটি রেস্তরাঁয় গুলি চলায় ৩ জনের মৃত্যু হয়েছিল। এবার মিশিগানে একটি চার্চে হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বন্দুকবাজ বছর ৪০-এর যুবক মিশিগানেরই বার্টোনের বাসিন্দা। ঘটনার কথা জানতে পেরেই হুঁশিয়ার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ক্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। দুষ্কৃতীরা ছাড় পাবে না।

Advertisement

ঘটনাটি ঘটেছে ডেট্রয়েট থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্কের চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসে। স্থানীয় পুলিশকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি গির্জার মূল ফটক খোলা পেয়ে গাড়ি চালিয়ে ভেতরে ঢুকে পড়েন। এরপরে সেখান থাকা লোকজনের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্দুকবাজকে কাবু করেছে। তিনি নিহত হয়েছেন।

এদিকে নিজের দেশের চার্চে বন্দুকবাজের হামলার ঘটনার খবর পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশাল মিডিয়ার এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেছেন, “এটা ফের আমরিকায় বাসিন্দা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর টার্গেট করে হামলার ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে। সন্দেহভাজন মারা গিয়েছে। যদিও এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ