সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী দাবানলের গ্রাসে তুরস্ক। গত মঙ্গলবার সকাল থেকে সেদেশের এসকিসেহির প্রদেশের সেয়িৎগাজি জেলায় কাছে যে আগুন লেগেছিল, তা ইতিমধ্যেই পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়েছে। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। তাঁদের মধ্যে রয়েছে বনদপ্তর এবং উদ্ধাকারী দলের সদস্যরা। আহত হয়েছেন আরও ১৪ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
গত রবিবার থেকে তুরস্কে প্রবল গরম পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। বিশেষ করে সাকারিয়া, বিলেসিক, ইজমির, কারাবুক এবং মানিসা এলাকায় দাবানলের তীব্রতা অত্যাধিক। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে প্রচুর দমকলকর্মী এবং উদ্ধারকারী দলকে। এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতাও।
তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। ঘন জঙ্গল এবং তীব্র হাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।” ঘটনায় শোকপ্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভয়াবহ দাবানলের জেরে জলছে তুরস্কের একাধিক জায়গা। এখনও পর্য্ন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.