সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ কেনিয়া। গোটা দেশজুড়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে পথে নামছেন হাজার হাজার মানুষ। আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন। সোমবার পুলিশের গুলিতে দেশজুড়ে ১১ জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার শতাধিক। পাশাপাশি বহু পুলিশকর্মী আহত হয়েছেন।
আফ্রিকার দেশটিতে নির্দিষ্ট করে ৭ জুলাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের বিষয়টি তাৎপর্যপূর্ণ। ১৯৯০ সালে কেনিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোইয়ের ‘স্বৈরাচারী’ শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি উঠেছিল। সেই আন্দোলনের স্মরণে প্রতি বছর ৭ জুলাই কেনিয়ার বিভিন্ন প্রান্তে জনসমাবেশ হয়। সোমবার তেমনই একটি সমাবেশে প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবি ওঠে।
আন্দোলন রক্তাক্ত হয়ে ওঠে রাজধানী নাইরোবি। শহরের প্রধান রাস্তাগুলিতে অবরোধ তৈরি করে পুলিশ। সেই অবরোধ উপেক্ষা করে এগোতে গেলে প্রথমে কাদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এর পর গুলি চালানো হয় বলে অভিযোগ। তাতেই ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৫২ জন পুলিশকর্মী আহত হয়েছেন।
এর আগে গত ২৫ জুন সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনে ৬০ জনের মৃত্যুর খবর মিলেছিল। মৃল্যবৃদ্ধি সামাল দিতে দেশবাসীর উপর অতিরিক্ত কর চাপানোর প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আন্দোলন। এর পর ফের সোমবার রুটোর পদত্যাগের দাবিতে আন্দোলন উত্তপ্ত হয়ে উঠল কেনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.