সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগান সীমান্তে পাক-তালিবান ধুন্ধুমার! বুধবার ভোরের সংঘর্ষে উভয়পক্ষের ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত বহু। সূত্রের খবর, এদিন তালিবান বাহিনী সীমান্ত এলাকার পাক সেনাঘাঁটিতে হামলা চালায়। সংঘর্ষে নাস্তানাবুদ হয় পাক সেনা। তাদের একটি ট্যাঙ্ক দখল করে নেয় আফগান তালিবান বাহিনী।
জানা গিয়েছে, যেখানে সংঘর্ষ হয় সেটি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের চামান জেলা এবং দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অবস্থিত। গুলি চালানোর ঘটনায় উভয়পক্ষই একে অপরকে দোষারাপ করছে। আফগান তালিবান যোদ্ধারা জানিয়েছে, স্পিন বোলদাকে পাক সেনা গুলি চালায়। এরপর ধুন্ধুমার সংঘর্ষে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।
: Pakistan Army border outpost destroyed by Afghan Taliban Army in fresh Af-Pak border clashes. Many border posts of Pakistan Army decimated, Pakistani soldiers eliminated.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul)
এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, দুর্ভাগ্যজনক হলেও ফের পাক বাহিনী হামলা চালিয়েছে আফগান সীমান্তে। পালটা হামলায় একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে। একটি ট্যাঙ্ক-সহ পাক বাহিনীর প্রচুর অস্ত্রসস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, ‘কোনোরকম প্ররোচনা ছাড়াই’ হামলা চালিয়েছে তালিবান বাহিনী। পালটা ‘কড়া জবাব’ দেয় পাকিস্তানি সেনা। তাদের আরও দাবি, তালিবানি সেনার অস্ত্র বাজেয়াপ্ত করেছে পাক সেনাই।
চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার পাক-আফগান সীমান্তে সংঘর্ষ বাধল দুই দেশের সেনার মধ্যে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকটিকায় হামলা হয়। যদিও ওই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। এর আগে আফগানিস্তান জানিয়েছিল, সীমান্ত অপারেশনে ৫৮ পাক সেনাকে নিকেশ করা হয়েছে। অন্য দিকে পাকিস্তান জানায়, ২০০ আফগান সেনাকে খতম করেছে তারা। ইসলামাবাদের বক্তব্য, পাকিস্তান তালিবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। যদিও কাবুল এই দাবি অস্বীকার করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.