সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ‘শুল্কনীতি’র জন্যই নিজের দেশেই সমালোচিত হতে হয়েছে। এই পরিস্থিতিতে এবার ১৯ জন মার্কিন আইনপ্রণেতা চিঠি দিলেন ট্রাম্পকে। আর্জি জানালেন ভারতের সঙ্গে সম্পর্ক আরও মেরামত করার জন্য। তবে কোনও রিপাবলিকান আইনপ্রণেতা ওই চিঠিতে স্বাক্ষর করেননি।
আইনপ্রণেতাদের তরফে লেখা হয়েছে, ‘আপনার প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছে। যা উভয় দেশের মধ্যে নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের পুনর্নির্মাণ এবং মেরামতের জন্য অবিলম্বে পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।’
ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবেই ভারতের উপর শুল্ক চাপানো হয়েছে। তবে ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি জানান, কেবল রুশ তেল কেনা নয়, ভারত যেভাবে বাণিজ্যচুক্তি নিয়ে ‘গড়িমসি’ করেছে, তার জেরেও বিরাট মাপের শুল্ক বসানো হয়েছে। আর এই পরিস্থিতিতে নয়াদিল্লির পাশেই দাঁড়াচ্ছেন বহু ডেমোক্র্যাট নেতা। এবার তাঁরা চিঠি লিখলেন ট্রাম্পকে।
উল্লেখ্য, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে। কিন্তু এখনও একমত হয়ে চুক্তি সই করতে পারেনি দু’পক্ষ। বিশ্লেষকদের একাংশের মতে, সেদেশের কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। অবশ্য অন্য যুক্তিও উঠে আসছে। তবে কারণ যাই থাক, শুল্কযুদ্ধের আবহে তার থমকে থাকা নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পকে চিঠি মার্কিন আইনপ্রণেতাদের। এখন দেখার, এর জবাবে ট্রাম্পের অফিস কী উত্তর দেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.