Advertisement
Advertisement

Breaking News

Plane Crash

ফের আকাশে বিপর্যয়, এবার ইটালির ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ২

জখম হয়েছে আরও দু'জন।

2 dead as plane crashes mid-air onto busy road in Italy
Published by: Kishore Ghosh
  • Posted:July 24, 2025 10:55 am
  • Updated:July 24, 2025 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আকাশে আতঙ্ক! এবার ভয়ংকর বিমান দুর্ঘটনার সাক্ষী হল ইটালির ব্রেসিয়া। সেখানে আকাশ থেকে গোঁত্তা খেয়ে হাইওয়ের উপর ভেঙে পড়ল একটি এয়ারক্র্যাফট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার হাড়হিম করা ভিডিও।

Advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ব্রেসিয়ার কোরডামোলি-ওসপিটেল হাইওয়ের মাঝখানে। ছোট এয়ারক্র্যাফটি ইটালির গ্র্যাগনানো থেকে ট্রেবিয়েন্স যাচ্ছিল। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সেটি গোঁত্তা খেয়ে আছড়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে। দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাইওয়ের ঠিক মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ছে বিমানটি। মাটিত ধাক্কা লাগতেই বিস্ফোরণ ঘটে। সেই আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক ও একটি গাড়ি। অন্য একটি গাড়ি কোনও মতে অগ্নিকুণ্ডের কিছুটা আগে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। এদিকে খবর পাওয়া মাত্র উদ্ধারকাজ লেগে পড়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ইটালি পুলিশ সত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের দুই যাত্রী সেরজিও রাভাগিলা (৭৫) এবং অ্যানা মারিয়া ডে স্তেফানোর (৬০)। সেরজিও মিলানের আইনজীবী। এছাড়াও হাইওয়েতে থাকা দুই গাড়ি চালক আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে জখম হন। তাঁদের একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে হাইওয়ের দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement