Advertisement
Advertisement
United States

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি, মৃত ২

এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

2 Dead In Attack On Firefighters In United States
Published by: Subhodeep Mullick
  • Posted:June 30, 2025 12:36 pm
  • Updated:June 30, 2025 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ইডাহোতে বন্দুকবাজের হামলা। দমকলকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। তবে এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার ইডাহোর কুটিনাই কাউন্টি অঞ্চলে অবস্থিত একটি পার্কে আচমকা আগুল লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঠিক সেই সময়ে হঠাৎই দমকলকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক। এরপরই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। হামলাকারীর ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জন দমকলকর্মীর। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত।

ওডাহোর এক পুলিশকর্তা রবার্ট নরিস বলেন, “এখনও পর্যন্ত আমরা দু’জন দমকলকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এলাকায় সেই সময়ে অনেক পর্যটকও ছিলেন। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পর্যটক এবং সাধারণ মানুষদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকাও। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে এলাকর সিসিটিভি ফুটেজ।” 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement