Advertisement
Advertisement
Niger

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় নিহত ২ ভারতীয়, অপহৃত এক

অপহৃত শ্রমিককে উদ্ধারে সক্রিয় নাইজারের ভারতীয় দূতাবাস।

2 Indians shot dead and another kidnapped in Niger
Published by: Kishore Ghosh
  • Posted:July 19, 2025 7:45 pm
  • Updated:July 19, 2025 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটের দায়ে ভিনদেশে গিয়ে প্রাণ খোয়ালেন দুই ভারতীয় শ্রমিক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় নিহত ২ ভারতীয় শ্রমিক। আরও এক ভারতীয় শ্রমিককে অপহরণ করেছে ওই সন্ত্রাসবাদীরা। নাইজারের দক্ষিণ-পশ্চিম দোসো অঞ্চলে বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছে। সেখানেই বিদেশিদের উপর হামলা হয়েছে।

Advertisement

বিষয়টি শনিবার জানা গেলেও ভারতীয় দূতাবাস জানিয়েছে, ঘটনাটি গত মঙ্গলবারের। নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা এবং অপহৃত ব্যক্তির নিরাপদ মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আরও জানা গিয়েছে, নিহত দুই ভারতীয় শ্রমিকের মধ্যে একজন ৩৯ বছরের নাম গণেশ কারমালি। তিনি ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা। মৃত অপর শ্রমিকের নাম কৃষ্ণান। তিনি দক্ষিণ ভারতের বাসিন্দা। এছাড়া অপহৃত শ্রমিকের নাম রঞ্জিত সিং। তিনি জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, নাইজারের রাজধানী নিয়ামে থেকে ১৪০ কিলোমিটার দূরে দোসোর একটি নির্মীয়মান আবাসনে হামলা চালায় জঙ্গিরা। সেখানে বিদেশিদের টার্গেট করা হচ্ছে। আগেও বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। গত এপ্রিল মাসে একজন অস্ট্রিয়ান, একজন সুইস মহিলা এবং পাঁচ জন ভারতীয় শ্রমিককে অপহরণ করা হয়েছিল।

নাইজারে বহু বছর ধরে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের মতো জিহাদি সংগঠনগুলির মধ্যে লড়াই চলছে। বিশ্লেষকদের বক্তব্য, ২০২৩ সালের জুলাই মাসে সেনা অভ্যুত্থানে সরকার পতনের পর দেশটির আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement