সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হল ২২ জনের। আহত হয়েছেন আর ৩ জন। চিনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, লিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াং শহরের একটি রেস্তরাঁয় স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ২৫ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
🚨
AdvertisementFirst images from the restaurant fire 🔥
22 people dead and 3 injured after a broke out at a restaurant near a resettlement housing complex in Liaoyang, Province. The investigation is ongoing.
— Nazlı Özdemir (@nazliiozdemr)
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রেস্তরাঁয় অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় এবং নিহতদের পরিবারকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন তিনি।
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বড় অগ্নিকাণ্ড ঘটল চিনে। গত ৯ এপ্রিল হেবাই প্রদেশে একটি নার্সিংহোমে আগুন লাগে। দুর্ঘটনার সময় ৩৯ জন প্রবীণ ছিলেন ওই নার্সিংহোমে। ওই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.