সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৯ ঘণ্টারও বেশি সময় ধরে বিমানবন্দরে আটকে ২৫০ যাত্রী। জানা গিয়েছে, লন্ডন থেকে মুম্বইগামী বিমানের জরুরি অবতরণ হয় তুরস্কের বিমানবন্দরে। তারপর থেকে ওই বিমানবন্দরেই আটকে রয়েছেন আড়াইশোরও বেশি যাত্রী। বিমানবন্দরে চূড়ান্ত অব্যবস্থার শিকার হচ্ছেন বলেই একাধিক যাত্রী অভিযোগ করেছেন।
জানা গিয়েছে, গত ২ এপ্রিল লন্ডন থেকে মুম্বই আসার কথা ছিল VS358 বিমানের। আড়াইশোর বেশি যাত্রী ছিলেন সেখানে। কিন্তু আকাশে ওড়ার পরে জরুরি মেডিক্যাল ডাইভার্শন বলে ঘুরিয়ে দেওয়া বিমানটিকে। তুরস্কের কার্যত প্রত্যন্ত এলাকায় অবস্থিত দিয়ারবাকির বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ হয়। বিমানবন্দরে নামার পর জানা যায়, উড়ানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আপাতত সেটি মেরামতির কাজ চলছে।
তারপর থেকে দীর্ঘ সময় বিমানবন্দরেই আটকে রয়েছেন আড়াইশোরও বেশি যাত্রী। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়। চূড়ান্ত অব্যবস্থার শিকার হয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। কেউ বলছেন, হিমাঙ্কের নিচে তাপমাত্রা, অথচ গায়ের দেওয়ার কম্বলটুকু মেলেনি। কারোওর অভিযোগ, প্রায় ৩০০ জনের জন্য বরাদ্দ একটা মাত্র শৌচালয়। যাত্রীদের শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সোফাতেই কোনও মতে ঘুমানোর চেষ্টা করছেন অনেকে।
My family along with 250+ passengers have been inhumanely treated by .
Why is this chaos not being covered in the or global media?? Over 30 hours confined at a military airport in Turkey.
In contact with the to please more pressure needed— Hanuman Dass (@HanumanDassGD)
যদিও উড়ান সংস্থা ভার্জিন আটলান্টিকের মতে, যাত্রীদের হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে। বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে। শুক্রবার অর্থাৎ ৪ এপ্রিল তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টায় বিমান ফের ছাড়বে, এমনটাই জানিয়েছে উড়ান সংস্থা। কিন্তু বিমান ওড়ানো যদি সম্ভব না হয় তাহলে বাসে করে যাত্রীদের পাঠানো হবে তুরস্কের অন্য কোনও বিমানবন্দরে। সেখান থেকে মুম্বইয়ের উড়ানে তোলা হবে যাত্রীদের। কিন্তু দুদিনের বেশি সময় ধরে যে ভোগান্তি সহ্য করতে হল যাত্রীদের, তার জবাবে দুঃখপ্রকাশ করেছে উড়ান সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.