Advertisement
Advertisement
china accident

বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা চিনে, বাস উলটে মৃত অন্তত ২৭

একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে চিনের দুর্গম প্রদেশে।

27 Killed In China Bus Crash | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:September 18, 2022 1:51 pm
  • Updated:September 18, 2022 1:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনা চিনে (China)। প্রাণ গেল অন্তত ২৭ জনের। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এবছর চিনের দুর্গম পার্বত্য গুইঝাউ (Guizhou) এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনও।

Advertisement

রবিবার দক্ষিণ পশ্চিম চিনের গুইঝাউ প্রদেশে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। গাড়ি উলটে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ২০ জন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তাঁরা।

 

[আরও পড়ুন: পুজোর পরই নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের! রুটিন মেনে জেলায় জেলায় যাবেন রাজ্য নেতারা]

জানা গিয়েছে, গুইঝাউ প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় কুইয়ানান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফলে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। জুন মাসেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল হাইস্পিড একটি ট্রেন। সেক্ষেত্রে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল।

প্রসঙ্গত, গত মার্চে চিনের (China) দক্ষিণ গুয়াংঝাউ প্রদেশে পাহাড়ি এলাকায় ১৩২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বোয়িং ৭৩৭ বিমান (Boeing 737 aircraft)। দুর্ঘটনায় কেউই বাঁচেননি। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মনে করা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবেই ঘটানো হয়েছিল ওই দুর্ঘটনা। দুর্ঘটনাটি যেখানে ঘটে, সেখানে রয়েছে ঘন জঙ্গল। তল্লাশি চালানোর পরে সেখানেই মেলে বিমানটির ব্ল্যাক বক্স (Black box)। উল্লেখ্য, ব্ল্যাক বক্স হল একটি ইলেকট্রনিক রেকর্ডিং যন্ত্র, যা বিমানের মধ্যে থাকে। সেখানেই বিমানটির উড়ান চলাকালীন সব তথ্য জমা পড়ে। 

[আরও পড়ুন: পুজোর পরই নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের! রুটিন মেনে জেলায় জেলায় যাবেন রাজ্য নেতারা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ