Advertisement
Advertisement
Philadelphia

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, এলোপাথাড়ি গুলিতে মৃত ৩, আহত বহু

ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

3 dead, 10 injured in Philadelphia mass shooting
Published by: Subhodeep Mullick
  • Posted:July 7, 2025 7:32 pm
  • Updated:July 7, 2025 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের পরদিনই রক্তাক্ত হয়েছিল আমেরিকার ইন্ডিয়ানাপলিস শহর। সেই ঘটনার দু’দিন পর ফের সেদেশে বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল ফিলাডেলফিয়া। বন্দুকবাজের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত তিন জনের। আহতের সংখ্যা ১০। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

সোমবার ফিলাডেলফিয়ার গ্রেস ফেরি এলাকার এক জনবহুল এলাকায় হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনজন। আহত হন আরও দশজন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার নিন্দা করে পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দশ জন। হামলা চালানোর পরই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছই। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও তথ্য জানার চেষ্টা করছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement