সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ৩ ভারতীয়কে পণবন্দি করল সশস্ত্র জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতীয়দের পণবন্দি করার পিছনে বিশেষ কোনও উদ্দেশ্য আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই একদল সশস্ত্র জঙ্গি মালির একটি কারখানায় হামলা চালায়। তারপরেই ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা। আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এই হামলা চালিয়েছে। ইতিমধ্যে সে দেশের দূতাবাসের মাধ্যমে মালি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। তিন ভারতীয়র সুরক্ষায় সব রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে মন্ত্রকের তরফ। বৃহস্পতিবার এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।”
এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে এই সহিংসতার নিন্দা করছে। এবং অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য মালি প্রজাতন্ত্রের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।” আরও বলা হয়েছে, “বিদেশ মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তরা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন। ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তির জন্য বিভিন্ন স্তরে কাজ করছেন তাঁরা।” উল্লেখ্য, মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে আল-কায়দা ঘনিষ্ঠ জেএনআইএম-এর বিরুদ্ধে। এবার তাদের পাল্লায় পড়লেন তিন ভারতীয় নাগরিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.