Advertisement
Advertisement
Iran

ইরানে গিয়ে অপহৃত! তিন ভারতীয় যুবককে উদ্ধার তেহরান পুলিশের

১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

3 Indians missing in Iran rescued by cops in Tehran
Published by: Subhodeep Mullick
  • Posted:June 4, 2025 4:09 pm
  • Updated:June 4, 2025 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে অপহৃত তিন ভারতীয় যুবককে উদ্ধার করল তেহরান পুলিশ। মঙ্গলবার দিল্লির ইরানের দূতাবাসের তরফ থেকে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। সূত্রের খবর, বর্তমানে তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। 

গত ১ মে তেহরানে পৌঁছন পাঞ্জাবের বাসিন্দা হুশনপ্রীত সিং, জসপাল সিং এবং অমৃতপাল সিং। পাঞ্জাবেরই এক এজেন্টের সাহায্যে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল তাঁদের। দুবাই-ইরান হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরিকল্পনা ছিল। ইরানে থাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বাসও দিয়েছিল ওই এজেন্ট। কিন্তু ইরানে পৌঁছতেই তিনজনকে অপহরণ করা হয়।

দড়ি দিয়ে তিনজনকে বেঁধে তাঁদের ছবি পাঞ্জাবে থাকা পরিবারের কাছে পাঠায় অপহরণকারীরা। ১ কোটি টাকা মুক্তিপণও দাবি করে তারা। টাকা না পাঠালে খুন করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা। তবে তারপরেও দিনদশেক তিন ভারতীয়র সঙ্গে ফোনে কথা বলতেন তাঁদের পরিবারের সদস্যরা। কিন্তু ১১ মে থেকে সেই যোগাযোগটুকুও ছিন্ন হয়ে যায়। এরপরই তাঁরা তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে একমাস পর তাঁদের উদ্ধার করল পুলিশে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement