সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ফের দ্বিতীয়বার ভেনেজুয়েলার ট্রলারে মার্কিন হামলা। এই হামলায় ৩ জন মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে বলে দাবি। সেই হামলার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রলারে যে মাদক পাচার হচ্ছিল এমন কোনও প্রমাণ সামনে আনা হয়নি।
সোমবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে ট্রাম্প লেখেন, ‘আজ সকালে আমার নির্দেশে মার্কিন সেনার দক্ষিণ সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় হিংস্র মাদক চক্রের বিরুদ্ধে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। এই মাদক পাচারকারী চক্রগুলি দেশের নিরাপত্তা, বৈদেশিক নীতি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে বড়সড় হুমকি।’ এর সঙ্গেই একটি ৩০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প। যেখানে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক জলসীমায় ভাসছে একটি ট্রলার। মুহূর্তের মধ্যে বিরাট বিস্ফোরণ হয় তাতে। এর সঙ্গেই ট্রাম্প লিখেছেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে, ওই ট্রলারে কী ছিল। বিস্ফোরণের পর সমুদ্রে বড় বড় ব্যাগে কোকেন ও ফেন্টানাইল ছড়িয়ে পড়েছিল।’
উল্লেখ্য, বর্তমানে ভেনেজুয়েলার সঙ্গে সামরিক উত্তেজনা চলছে আমেরিকার। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছেন আমেরিকা। বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে, যেখানে রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের এই পোস্টের ঘণ্টাখানেক আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন আমেরিকা তাঁদের উপর আগ্রাসন চালাচ্ছে। তারপরই চলে এই হামলা।
এর আগে গত ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলায় ভেনেজুয়েলার অন্তত ১১ জন নাগরিক নিহত হন। সেবার ট্রাম্প দাবি করেন, মৃতরা সবাই ভেনেজুয়েলার ‘ট্রেন দে আরাগুয়া’ (TDA) গ্যাংয়ের সদস্য। পাশাপাশি ট্রুথে ট্রাম্প লিখেছিলেন, টিডিএ একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। যারা নিকোলাস মাদুরোর নির্দেশে কাজ করে। আমেরিকা-সহ গোটা পশ্চিম গোলার্ধে গণহত্যা, মাদক পাচার ও নারী পাচার চালায়। ইউরোপে সন্ত্রাসবাদের জন্য এরা বহুলাংশে দায়ী। উল্লেখ্য, ক্যারিবিয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে সামরিক শক্তিবৃদ্ধি মাঝে এই নিয়ে দ্বিতীয়বার চলল হামলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.