Advertisement
Advertisement
North Carolina

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা! বোট থেকে রেস্তরাঁয় গুলি, নিহত অন্তত ৩

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

3 killed in North Carolina after gunman opens fire at restaurant

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:September 28, 2025 9:29 am
  • Updated:September 28, 2025 9:29 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। এবার ঘটনাস্থল নর্থ ক্যারোলিনা। দাবি, শনিবার রাতে একটি বোট থেকে এক রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। প্রাণ হারান অন্তত তিনজন। আহত বহু। আততায়ী পলাতক বলে জানাচ্ছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে।

Advertisement

‘আমেরিকান ফিশ কোম্পানি’তে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় আচমকাই গুলি চলতে থাকে। সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তত সাতজনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থায় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শহরের প্রশাসনের তরফে সকলকে উপদ্রুত এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনওরকম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেই ৯১১ নম্বরে ফোন করে খবর দিতেও বলা হয়েছে।

আমেরিকার মাটিতে এহেন হামলার ঘটনা প্রথমবার নয়। এর আগেও দেশটির একাধিক প্রান্তে এহেন হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি হাতে বন্দুক নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন। এরপর নিজেকে শেষ করে দিচ্ছেন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই হামলায় মৃত্যু হয় ২ জনের। পাশাপাশি পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীর। আগস্টে লস অ্যাঞ্জেলসের এক ওয়ারহাউস কমপ্লেক্সে এই হামলা চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারী। ২ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও ৬ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াল নর্থ ক্যারোলিনায় গুলি চালানোর ঘটনায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ