Advertisement
Advertisement
Pennsylvania

আমেরিকায় ফের বন্দুকবাজের হামালা, মৃত্যু ৩ পুলিশকর্মীর

ফের রক্তাক্ত আমেরিকা।

3 Police Officers Killed, 2 Injured In US' Pennsylvania Shooting
Published by: Subhodeep Mullick
  • Posted:September 18, 2025 8:32 pm
  • Updated:September 18, 2025 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। মার্কিন মুলুকের পেনসিলভেনিয়ায় এক দুষ্কৃতীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৩ পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ২ জন। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কোডোরাস টাউনশিপের হ্যার রোডে একটি তদন্তের জন্য গিয়েছিলেন ৫ জন পুলিশকর্মী। অভিযোগ, সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। পালটা জবাব দেয় পুলিশও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও বাহিনী। বেশ কিছুক্ষণ দু’পক্ষের লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় বন্দুকবাজের। তবে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৩ পুলিশকর্মীও। কিন্তু কী কারণে তাঁদের উপর হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। বন্দুকবাজের পরিচয়ও এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আহত হয়েছে আরও ২ পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শাপিরো বলেন, “বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন পুলিশকর্মী। এই ঘটনায় আমি গভীর শোকহত। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement