সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:এবার আমেরিকার স্কুল চত্বরে চলল গুলি। ফুটবল ম্যাচ নিয়ে উত্তেজনার জেরে মধ্যরাতে বন্দুকবাজারের হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ১২ জন আহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে সে দেশের মিসিসিপি প্রদেশে।
মিসিসিপি প্রদেশের রাজধানী শহর হল জ্যাকসন। জানা গিয়েছে, জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার দূরের লেল্যান্ডের একটি স্কুল চত্বরে গুলি চলে। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের মধ্যে চার জন্যের অবস্থা গুরুতর। তাদের এয়ারলিফট করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে। লেল্যান্ডের প্রধান সড়কের উপরে গুলি চলেছে বলে জানিয়েছে মেয়র জন লি। কোনও সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানা গিয়েছে।
সাধারণত শুক্রবার রাতে জনবহুল থাকে লেল্যান্ডের প্রধন সড়কটি। স্থানীয় অধিবাসীরা সপ্তাহান্তে ঘরে ফেরা উদযাপন করেন। আমেরিকায় রীতি রয়েছে কমিউনিটি ইভেন্টে স্কুলগুলি প্রাক্তন ছাত্রদের স্বাগত জানায়। সেই সময় ফুটবল খেলা-সহ একাধিক ইভেন্ট হয়ে থাকে। আচমকাই এমন হুল্লোড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চলে। তাতেই ৪ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১২ জন আহত। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.