Advertisement
Advertisement
Balochistan

ভারত থামলেও যুদ্ধ জারি বালোচদের, ৪ পাকিস্তানি পাঞ্জাবিকে হত্যা বিদ্রোহীদের!

এই হত্যাকাণ্ডের নেপথ্যে বালোচদের হাত রয়েছে বলে পাকিস্তানের দাবি।

4 Pakistani Punjabi province truck driver killed in Balochistan
Published by: Amit Kumar Das
  • Posted:May 14, 2025 12:12 pm
  • Updated:May 14, 2025 11:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হলেও, ঘরের অন্দরে যুদ্ধে জর্জরিত পাকিস্তান। স্বাধীন বালোচিস্তান গঠনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঝাঁজ আরও বাড়িয়েছে বালোচ বিদ্রোহীরা। এবার বালোচিস্তানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ৪ ট্রাক চালককে অপহরণ ও খুনের অভিযোগ উঠল বিদ্রোহীদের বিরুদ্ধে। বালোচ যোদ্ধারা এই হত্যাকাণ্ডের দায় না নিলেও পাক এজেন্সির দাবি, তারাই এই হত্যার নেপথ্যে।

Advertisement

জানা গিয়েছে, গত ৯ মে ইরান থেকে এলপিজি বোঝাই ট্রাক নিয়ে ফিরছিলেন ওই চার ট্রাক চালক। সেই সময় পাকিস্তানের কোয়েটা থেকে ১০০ কিলোমিটার দূরে ট্রাক থামিয়ে তাঁদের পরিচয় জানতে চাওয়া হয়। তাঁরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা জানতে পেরে অপহরণ করে দুষ্কৃতীরা। অপহরণের খবর পেয়ে নিরাপত্তাবাহিনী ওই এলাকায় গেলেও ট্রাক চালকদের কোনও খোঁজ পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার উদ্ধার হয় তাঁদের দেহ। তদন্তে পুলিশের দাবি, ট্রাক চালকদের খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের নেপথ্যে বালোচদের হাত রয়েছে বলে পাকিস্তান দাবি করলেও বিদ্রোহীদের তরফে এবিষয়ে কোনও বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচ বিদ্রোহীরা। তাঁদের দাবি, পাকিস্তান অবৈধভাবে তাঁদের জায়গা দখল করে রেখেছে। শুধু তাই নয়, বালোচিস্তানের খনিজ সম্পদ অন্যায়ভাবে দখল করছে তারা। যার ছিটেফোঁটাও পায় না বালোচিস্তান। দেশের প্রশাসন, সেনা ও রাজনীতিতে একচেটিয়া আধিপত্য করে চলেছে পাঞ্জাব প্রদেশ। বালোচিস্তানকে সেখানে জায়গা দেওয়া হয় না। বছরের পর বছর ধরে চলতে থাকা এই ক্ষোভ সাম্প্রতিক সময়ে আরও ব্যাপক রূপ নিয়েছে। নিজেদের স্বাধীন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে বালোচ বিদ্রোহীরা।

সম্প্রতি পাকিস্তানকে তোপ দেগে বালোচ লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে পাকিস্তানের ৫১টি জায়গায় ৭১টির বেশি হামলা চালিয়েছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে গোটা বিশ্বের পাশাপাশি বিশেষ করে ভারতের কাছে রাজনৈতিক, কূটনৈতিক এবং প্রতিরক্ষা সহায়তার জন্য আবেদন জানানো হয়েছে বালোচের তরফে। বিবৃতিতে বলা হয়েছে, “যদি আমরা বিশ্ব, বিশেষ করে ভারত থেকে রাজনৈতিক, কূটনৈতিক এবং প্রতিরক্ষা সহায়তা পাই, তাহলে বালোচ জাতি এই সন্ত্রাসী রাষ্ট্রের (পাকিস্তান) অবসান ঘটাতে পারবে। এই সহায়তা শান্তিপূর্ণ, সমৃদ্ধ, স্বাধীন বালোচিস্তানের পথ খুলে দিতে পারে। আর যদি বিশ্ব এভাবে পাকিস্তানকে সহ্য করে যায় তাহলে আগামী দিনে এই রাষ্ট্র গোটা বিশ্বের জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ