Advertisement
Advertisement
Tanzania

নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, লাগল আগুন, তানজানিয়ায় মৃত অন্তত ৪০

আহতের সংখ্যা ৩০।

40 dead in Tanzania bus crash, dozens hurt as vehicles catch fire after collision

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:June 30, 2025 2:39 pm
  • Updated:June 30, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তানজানিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৪০ জনের। আহতের সংখ্যা ৩০। সংঘর্ষের পরই দুটি বাসে আগুন লেগে যায়। শনিবার এই ঘটনাটি ঘটলেও সোমবার তা প্রকাশ্যে এসেছে।

তানজানিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে একটি বাস বেশ কয়েকজন যাত্রীদের নিয়ে একটি বিয়েবাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। সাবাসাবা এলাকার কাছে আসার পরই উলটো দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তারপরই দুটি বাসে আগুন লেগে যায়। বিকট শব্দ এবং যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসের মধ্যে একটির টায়ার ফেটে যায়। এরপরই বাসটির নিয়ন্ত্রণ হারায় চালক। তার জেরেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।

ঘটনায় শোকপ্রকাশ করে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই ঘটনায় আমি গভীর শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনাই আমি করি।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement