Advertisement
Advertisement
Afghanistan

৪৮ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, পড়শি দেশে মৃতের সংখ্যা ছাড়াল ১৪০০

ভূমিকম্পে তছনছ আফগানিস্তান।

5.2 Earthquake Hits Afghanistan Less Than 48 Hours
Published by: Subhodeep Mullick
  • Posted:September 2, 2025 7:10 pm
  • Updated:September 2, 2025 7:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। মার্কিন ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে। অন্যদিকে, ভয়াবহ ভূমিকম্পের জেরে পড়শি দেশটিতে মৃতের সংখ্যা ছাড়াল ১৪০০। মৃত্যুমিছিলের কারণে গোটা আফগানিস্তানজুড়ে হাহাকার পড়ে গিয়েছে।

Advertisement

রবিবার রাতে ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার প্রদেশ। যার জেরে ৮০০-র বেশি মানুষের মৃত্যু হয় আফগানিস্তানে। আহতের সংখ্যা প্রায় ৩ হাজার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। মাটি থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস। ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ায় এর প্রভাব ধ্বংসাত্মক হয়েছে আফগানিস্তানে। এই ভূমিকম্পের রেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়েছে।

পড়শি দেশের মর্মান্তিক পরিস্থিতি দেখে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসসিও বৈঠক শেষ হতেই এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানি দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের পরিবারের জন্য প্রার্থনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত ভারত।’

প্রধানমন্ত্রীর বিবৃতির পর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এরপর সোমবার বিদেশমন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানোর কথা জানানো হয়েছে। আপাতত এক হাজারেরও বেশি তাঁবু, ১৫ টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে সরকার। আগমিকাল থেকে আরও সাহায্য পাঠানো হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ