সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে হামলা চালায় ভারতীয় সেনা, পাকিস্তানের সেই মুরিদকেতে ব্যাপক হিংসা! মৌলবাদী ইসলামপন্থী সংগঠন তেহরিক-ই-লাববাইক পাকিস্তানের (টিএলপি) সমর্থকদের মিছিলে উত্তেজনা ছড়ায়। পুলিশ এবং টিএলপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ আধিকারিক-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছিল শুরুতে। পরে বাধ্য হয়ে গুলি চালানো হয়।
এদিনের মিছিলের নেতৃত্ব দেন টিএলপি প্রধান সাদ হুসেন রিজভি। মিছিলে ইজরায়েল বিরোধী এবং প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন টিএলপি সমর্থকরা। উল্লেখ্য, অশান্তির আশঙ্কা করে ইসলামবাদ থেকে মুরিদকে অবধি বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন ছিল। এরপরেও বিক্ষোভ মিছিল রোখা যায়নি। ইসলামপন্থী সংগঠনের নেতাদের দাবি, নিরস্ত্র সমর্থকদের দমনপিড়নে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশ।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, হিংসাত্মক হয়ে ওঠা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। তাতেই কমপক্ষে তিনজন নিহত হন। সংঘর্ষে একজন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাথমিক ভাবে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মৃতের সংখ্যা অনেক বেশি। এক্স হ্যান্ডেলে পাক পাঞ্জাব প্রদেশের পুলিশ জানিয়েছে, সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পাথর, কাঁটাযুক্ত লাঠি এবং পেট্রল বোমা ছুড়তে শুরু করে। এরপরই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.