Advertisement
Advertisement
Plane Crash

আমেরিকায় বিমান দুর্ঘটনা, পাইলট-সহ মৃত ৬

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

6 people killed after plane crashes shortly after takeoff in Ohio
Published by: Subhodeep Mullick
  • Posted:July 1, 2025 2:19 pm
  • Updated:July 1, 2025 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উড়ানের কিছুক্ষণের মধ্যেই আমেরিকার ওহাইয়োতে ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় পাইলট-সহ মৃত্যু হয়েছে ছ’জনের। কিন্তু কী কারণে উড়ানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি রবিবার ঘটলেও মঙ্গলবার তা প্রকাশ্যে এসেছে।

রবিবার সকালে বিমানটি ওহাইয়োর ইয়ংস্টাউন-ওয়ারেন বিমানবন্দর থেকে মনটানার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই তা বিমানবন্দরের কাছে একটি জঙ্গলে ভেঙে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বিমানটি একটি প্রাইভেট জেট ছিল। পাইলট-সহ মোট ছ’জন যাত্রী ভিতরে ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। কিন্তু কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দমকলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়ায় প্রাথমিকভাবে উদ্ধার করতে সমস্যার সম্মুখীন হতে হয়। দুর্ঘটনাস্থলের কাছে বেশ কয়েকটি বাড়ি ছিল। তবে সেগুলির কোনও ক্ষতি হয়নি।” আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পাশাপাশি, কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement