সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা চিনে। চোখের নিমেষে গুঁড়িয়ে গেল সেতু। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। পাশাপাশি নিখোঁজ আরও ৯ জন। জানা গিয়েছে, শুক্রবার ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে চিনের কিংহাই প্রদেশে। ইয়োলো নদীর উপর নির্মীয়মাণ এই ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে।
জানা যাচ্ছে, এই সেতুটি চিনের কিংহাই প্রদেশের হাইডংয়ের হুয়ালং এবং হুয়াংনান তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিয়ানঝা কাউন্টির সীমান্তে অবস্থিত। সেতুটি চীনের কিংহাই প্রদেশকে হলুদ নদীর সাথে সংযুক্ত করে। অন্যান্য দিনের মতো শুক্রবারও চলছিল ব্রিজ নির্মাণের কাজ। উপস্থিত ছিলেন ১৫ জন শ্রমিক ও একজন ম্যানেজার। ভোর তিনটে নাগাদ হঠাৎ সেখানে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়, এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজের মাঝের অংশ। সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
🚨 Bridge Collapse – NW
Cable snapped during Yellow River bridge construction (Qinghai)
4 workers dead, 12 missing
Part of Sichuan–Qinghai Railway project
— Eyes on the Globe (@eyes_globe)
নাইট ভিশন ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎ ব্রিজের একদিকের লোহার তার ছিঁড়ে সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। উপরের অংশে দেখা যাচ্ছে আগুনের মতো জ্বলন্ত কিছু। মর্মান্তিক এই দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে চিন প্রশাসন। নদীতে পড়ে যাওয়া শ্রমিকদের খোঁজ পেতে একটি টাস্ক ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজ ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বিপুল সংখ্যায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এছাড়া কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.