Advertisement
Advertisement
Pakistan

পিকনিক সেরে ঘরে ফেরা হল না, পাকিস্তানে আততায়ীদের গুলিতে ঝাঁজরা ৭ বন্ধু

কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়।

7 friends shot dead in Pakistan's Khyber Pakhtunkhwa
Published by: Amit Kumar Das
  • Posted:August 17, 2025 7:12 pm
  • Updated:August 17, 2025 7:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিকনিক সেরে ফেরার পথে পাকিস্তানে আততায়ী হামলার শিকার একদল যুবক। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৭ জনের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একাধিক। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার অনেক রাতে এই হামলার ঘটনা ঘটে পেশোয়ার থেকে ৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে কোহাট জেলার রেজি শিনো খেল অঞ্চলে। যুবকদের ওই দলটি টান্ডা বাঁধ এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের গ্রাম খারা ঘড়ি মুহাম্মদজাইতে ফিরছিলেন। রাতে মাঝপথে তাঁদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে কোহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে রেফার করা হয় পেশোয়ার হাসপাতালে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও আহতরা সকলেই একে অপরের পরিচিত বন্ধু। কেন তাঁদের উপর এই হামল চালানো হল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হামলাকারীদের সন্ধান পেতে গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা হতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলে বালোচ বিদ্রোহীদের আধিপত্য রয়েছে। এই হামলায় তাদের যোগ থাকার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছে না পুলিশ।

অন্যদিকে, রবিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় এই যাত্রীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৯ জন। পেশোয়ার থেকে করাচি যাচ্ছিল ট্রেনটি। পথে লোধরান স্টেশনের কাছে ট্রেনের উলটে যায় ট্রেনের চারটি বগি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ