সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত শিকাগোতে দুষ্কৃতীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহতের সংখ্যা ৪৭। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শিকাগোর দক্ষিণ অ্যালবার্ট রোডে প্রথম গুলি চলার খবরটি প্রকাশ্যে আসে। ঘটনায় মৃত্যু হয় বছর তেতাল্লিশের এক যুবকের। তারপর থেকে সোমবার পর্যন্ত শিকাগোর বিভিন্ন জায়গায় মোট ৩২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহতের সংখ্যা ৪৭। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আততায়ী নির্দিষ্ট কোনও একজন না কি এর নেপথ্যে আরও কেউ রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে আমেরিকায় বন্দুক হামলার ঘটনা নতুন নয়। এর আগে দুষ্কৃতীদের গুলিতে একাধিকবার রক্তাক্ত হয়েছে মার্কিন মুলুকের বিভিন্ন এলাকা।
সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকার বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। যেভাবে অপরাধের হার বাড়ছে, তাতে লাগাম টানতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো ওয়াশিংটনের পর শিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে তাঁর প্রশাসন। যদিও সরকারিভাবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “গোটা শিকাগো সমস্যায় ভরা। শহরের মেয়র যে অরাজগতা তৈরি করে রেখেছে, তা কল্পনাতীত। আমরা তা ঠিক করে দেব।” এই পরিস্থিতিতে দুষ্কৃতী হামলায় রক্তাক্ত হল শিকাগো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.